Thursday, January 11, 2024
বাড়ি প্রচ্ছদ পৃষ্ঠা 808

বেগম জিয়ার লন্ডন সমাবেশ আজ, গোপনীয়তায় হতাশ তৃণমূল আর সাধারণ মানুষ

0
blank

সাইফুর পারভেজ লন্ডন থেকেঃ লন্ডনে অবস্থানরত বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বহুল আলোচিত সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে রবিবার। তবে কোথায় অনুষ্ঠিত হবে, তা অনুষ্ঠান শুরুর ১৬ ঘন্টা আগ পর্যন্ত জানেনা যুক্তরাজ্যের কোন মিডিয়া কিংবা বিএনপির সাধারণ নেতাকর্মীরা। এতে তৃণমূল এবং সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা গেছে।সভাকে সফল করতে দফায় দফায় বৈঠকে বসেছে যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। প্রতিটি বৈঠকে আলোচিত হয়েছে সমাবেশের খরছ নিয়ে। তবে উপস্থিত নেতাদের আগ্রহ ছিল কোথায় কখন অনুষ্ঠিত হবে বেগম জিয়ার সভা। যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছ থেকে এখনো পরিস্কার কোন উত্তর পাননি বিএনপি নেতাকর্মীসহ মিডিয়া কর্মীরা। বারবার এ বিষয়ে বিএনপি নেতাদের সাথে যোগাযোগ করা হলেও তারা জানেন না বলে জানিয়েছে। লন্ডন সময় শনিবার রাত ১টা পর্যন্ত কোন ধরনের দাওয়াত পান বাংলা মিডিয়ার সংবাদ কর্মীরা।

এ ব্যাপারে চ্যানেল এস এর চীপ রিপোর্টার মোহাম্মদ জুবায়ের, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মোস্তাক আহমদ বাবুল, বেতার বাংলার নিউজ এডিটর সৈয়দ শাহ সেলিম আহমদ ও এস এ টিভির হেফাজুল করিমের সাথে যোগাযোগ করা হলে তারাও জানেন না বলে জানিয়েছেন। তবে কি প্রথম দফার মত দ্বিতীয় দফাও সমাবেশ বাতিল হচ্ছে এ নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে নেতাকর্মীদের মধ্যে। একটি সূত্র জানিয়েছে সবকিছুই হচ্ছে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের সরাসরি নির্দেশে। অনেক ক্ষেত্রে যুক্তরাজ্য বিএনপির সভাপতি কিংবা সাধারণ সম্পাদকও জানেন না কোথায় কি হচ্ছে, কি হবে। তবে সবকিছুই হচ্ছে যুক্তরাজ্য আওয়ামীলীগ যাতে সমাবেশ স্থলে প্রতিবাদ জানাতে না পারে সেই কৌশলের অংশ হিসেবে। এর আগেও বেগম খালেদা জিয়া যখন লন্ডনে আসেন সেদিনও এমন লোকচুরি করা হয়েছিল। সেদিন সফল হয়েছিলেন তারেক রহমান। তবে এবার যুক্তরাজ্য আওয়ামীলীগ বেশ তৎপর। তারা আগামীকাল যুক্তরাজ্য বিএনপি আয়োজিত সম্ভাব্য সমাবেশস্থল পার্ক প্লাজা রিবার ব্যাংক হোটেলের সামনে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে। এতে শরিক হতে নেতা কর্মীদের আহবান জানিয়েছেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ।

এদিকে বিএনপি সূত্র জানায়, ঈদের দিনে অনুষ্ঠিত যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বেগম জিয়ার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশৃংখলা ও হট্টগোলের কারণে এবারের সভা আয়োজনে শৃংখলা ও নিরাপত্তার বিষয়টি নিয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য বিএনপি। এজন্য সমাবেশস্থলকে ঘিরে মোতায়েন করা হচ্ছে বিপুল সংখ্যক নিরাপত্তকর্মী। আমন্ত্রণপত্র ছাড়া সভায় কাউকে প্রবেশ করতে না দেয়ার পরিকল্পনাও করেছে যুক্তরাজ্য বিএনপি।

সরকারকে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে: ইইউ

0

ঢাকা: মত প্রকাশের স্বাধীনতা ও বিশ্বাস যাতে সুরক্ষিত থাকে সে বিষয়টি সরকারকেই নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াউদুন।  শনিবার ঢাকায় একজন প্রকাশক খুন ও তিনজন মুক্তমনা লেখক-প্রকাশকের ওপর হামলার ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ত্বরিত পদক্ষেপ নেবে বলেও প্রত্যাশা করেন তিনি।

রোববার ইইউ-এর ফেসবুক পেইজে প্রকাশিত এক বার্তায় মত প্রকাশের স্বাধীনতার ওপর সর্বশেষ এ হামলার নিন্দা জানিয়েছেন তিনি। বিবৃতিতে দুর্বৃত্তদের হামলায় নিহত প্রকাশক ফয়সাল আরেফিন দীপনের পরিবারের প্রতি শোক এবং আহত প্রকাশক আহমেদুর রশিদ টুটুল, লেখক রণদীপম বসু ও ব্লগার তারেক রহিমের প্রতি সংহতি জ্ঞাপন করেন ইইউ রাষ্ট্রদূত। মায়াউদুন বলেন, মত প্রকাশের স্বাধীনতা ও বিশ্বাস যাতে সুরক্ষিত থাকে, তা নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানাচ্ছি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, রাষ্ট্রদূত মায়াদুন আত্মবিশ্বাসী যে আইন শৃঙ্খলা বাহিনীর ত্বরিত পদক্ষেপ ও বাংলাদেশের জনগণের ঐক্য ধর্মান্ধদের এ ধরণের আরও অপরাধ সংঘটন থেকে নিবৃত্ত করবে।

প্রাথমিক শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল হবে না: অর্থমন্ত্রী

0
blank

ঢাকা: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র বেতন-স্কেল হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার সকালে ৫ দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রীর সাক্ষাতে গেলে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্যজোটের ৮ প্রতিনিধি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় বৈঠকে তারা অর্থমন্ত্রীর কাছে স্বতন্ত্র বেতন-স্কেল, পদোন্নতিসহ  ৫ দফা দাবি তোলে ধরেন। তবে তাদের জন্য স্বতন্ত্র কোনো পে-স্কেলের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, প্রচলিত পে-স্কেলেই বেতন-ভাতা পাবেন তারা।

শিক্ষক প্রতিনিধিদের অর্থমন্ত্রী বলেন, আজ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে বৈঠক আছে তার। সেখানে এসব নিয়ে কথা বলবো। তিনি বলেন, এই প্রথম কেউ আমাকে বিষয়গুলো জানাতে এলো। এর আগে আপনাদের (শিক্ষকদের) বিষয়ে আমাকে কেউ কিছু জানান নি। দেখা যাক, কি করা যায়।

শিক্ষকদের ৫ দফা দাবি হলো- ৮ম পে-স্কেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন-স্কেল প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের নিচের ধাপেই নির্ধারণ, প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগ বন্ধ করে সহকারী শিক্ষক পদ থেকে এন্ট্রিপদ ধরে সব আর্থিক সুবিধাসহ শতভাগ পদোন্নতি প্রদান, ৮ম জাতীয় বেতন স্কেলে টাইম স্কেল বহালসহ যথাসময়ে যোগদান তারিখ অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট ১০ শতাংশ চক্রবৃদ্ধিহারে দেয়া, সদ্য জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সহকারী শিক্ষক পদে পদায়ন করে জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি দেয়া, প্রাথমিক ডিপার্টমেন্টকে নন-ভ্যাকেশনাল ডিপার্টমেন্ট হিসেবে ঘোষণা।

এদিকে শিক্ষক প্রতিনিধিরা জানান, তারা দীর্ঘদিন ধরে একই পদে রয়েছেন। এর মধ্যে খুবই কম বয়সী কেউ প্রধান শিক্ষক হয়ে সরাসরি নিয়োগ পেয়ে এসেছেন। এতে তারা মর্যাদায় আঘাত পেয়েছেন।

বর্তমান নিয়মে প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগ হবে ৩৫ শতাংশ এবং পদোন্নতিতে ৬৫ শতাংশ। এটিকে বৈষম্য উল্লেখ করে হ্রাসের অনুরোধ জানান। প্রাথমিক শিক্ষক নিয়োগে শিক্ষাগত যোগ্যতা যেন ন্যূনতম ডিগ্রি পাস ধরা হয়, সে অনুরোধও জানান প্রতিনিধিরা।

গতবারের মতো এবারো পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়নি: শিক্ষামন্ত্রী

0
blank

ঢাকা: গতবারের মতো এবারো জেএসসি ও জেডিসি পরীক্ষায় কোনো প্রশ্ন ফাঁস হয়নি। যারা প্রশ্ন ফাঁসের কথা বলছেন, তারা গুজব ছড়ানোর চেষ্টা করছেন। রবিবার সকালে জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রথম দিনে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় তার সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী পরীক্ষার্থীদের অসুবিধার কথা ভেবে কেন্দ্রে না ঢুকে কেন্দ্রের বাইরে পরীক্ষার্থী ও তাদের অভিবাবকদের সঙ্গে কথা বলেন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, জেএসসি পরীক্ষা কোনো পাবলিক পরীক্ষায় নয়। এটি একটি জাতীয় পরীক্ষা। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে এ পরীক্ষা নেওয়া হচ্ছে। একইভাবে পিএসসি পরীক্ষাও নেওয়া হচ্ছে। এসব পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে। ঝরে পড়া রোধ ও শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করাটাই আমাদের লক্ষ্য। অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, জেএসসি পরীক্ষার ফলে সারা দেশে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। এ পরীক্ষায় ফার্স্ট-সেকেন্ড হওয়াটা মুখ্য নয়। তাই অভিবাবকদের উদ্দেশে বলতে চাই যে, আপনারা বাচ্চাদের ওপর কোনো চাপ দেবেন না। ওদেরকে ওদের মতো করে পড়তে দিন। পাঁচ-ছয়টা করে শিক্ষকের কাছে পড়িয়ে ওদের ওপর চাপ ফেলবেন না।

এ বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় অংশ নিচ্ছে ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন। এর মধ্যে জেএসসি পরীক্ষায় ১৯ লাখ ৬৭ হাজার ৪৪৭ ও জেডিসিতে ৩ লাখ ৫৮ হাজার ৪৮৬ জন অংশ নেবে। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে এ পরীক্ষা। ২০১৪ সালে এ পরীক্ষায় অংশ নিয়েছিল ২০ লাখ ৯০ হাজার ৬৯২ পরীক্ষার্থী। সেই হিসাবে এবার পরীক্ষার্থী বেড়েছে দুই লাখ ৩৫ হাজার ২৪১ জন। এবার ২৬২৭ কেন্দ্রে ২৮ হাজার ৬৩২ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে। গত বছর ১৮০৩ কেন্দ্রে ১৮ হাজার ৮১৩ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষা দিয়েছিল। বিদেশের আটটি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫৮৫।

এবারের পরীক্ষায় জীবন ও কর্মমুখী শিক্ষা নামে নতুন বিষয়ে পরীক্ষা হচ্ছে। এই পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন উত্তরপত্রের মধ্যেই থাকবে। তাতে কেবল টিকচিহ্ন দিতে হবে। শ্রবণপ্রতিবন্ধীসহ অন্য প্রতিবন্ধী পরীক্ষার্থীরা এবারও অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে। এ ছাড়া দৃষ্টিপ্রতিবন্ধী, সেরিব্রাল পলসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই তারা শ্রুতি লেখক সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে পারবে।

প্রতিবন্ধী (অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেরিব্রালপলসি) পরীক্ষার্থীদের অতিরিক্ত ৩০ মিনিট সময় বৃদ্ধিসহ শিক্ষক, অভিভাবক বা সাহায্যকারীর বিশেষ সহায়তায় পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। এ পরীক্ষায় বহু নির্বাচনী ও সৃজনশীল প্রশ্নপত্রে দুটি বিভাগ থাকলেও দুটি অংশ মিলে ৩৩ পেলেই পাস বলে গণ্য হবে, অর্থাৎ এসএসসির মতো দুটি অংশে আলাদা আলাদা পাসের প্রয়োজন থাকছে। এ ছাড়াও প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি রয়েছে এমন ৫০০ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু

0
blank
stu

ঢাকা: সারাদেশে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। রবিবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। পরীক্ষার প্রথম দিনে জেএসসি’র ‘বাংলা প্রথমপত্র’ ও জেডিসি’র ‘কুরআন মাজীদ ও তাজবিদ’ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এ বছর সারা দেশে মোট ২৩ লাখ ২৫,৯৩৩ জন শিক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। এদের মধ্যে ১২ লাখ ৪৩,২৬৩ জন ছাত্রী ও ১০ লাখ ৮২,৬৭০ জন ছাত্র অংশ নিচ্ছে। ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ১ লাখ ৬০,৫৯৩ জন বেশি।

চলতি বছর সারাদেশের ২৮,৬৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৩ লক্ষাধিক শিক্ষার্থী ২,৬২৭টি কেন্দ্রে পরীক্ষায় বসেছে। গত বছরের চেয়ে এবার কেন্দ্রের সংখ্যা ১০২টি এবং শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৭০৭টি বৃদ্ধি পেয়েছে।

এবার জেএসসি থেকে ১৯ লাখ ৬৭,৪৪৭ জন এবং জেডিসি থেকে ৩ লাখ ৫৮,৪৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

বিদেশের ৮টি কেন্দ্রে অর্থাৎ, সৌদি আরবের জেদ্দা ও রিয়াদ, লিবিয়ার ত্রিপলী, কাতারের দোহা, ওমানের সাহাম, আবুধাবী, দুবাই ও বাহরাইনে মোট ৫৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় বসবে।

শিক্ষার্থীরা এবার বাংলা দ্বিতীয় এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া সকল বিষয়ে সৃজনশীল প্রশ্নপত্রে পরীক্ষা দিবে। এমসিকিউ ও সৃজনশীল প্রশ্নপত্রে দু’টি বিভাগ থাকলেও দু’টিতে অংশ নিয়ে একত্রে ৩৩ নম্বর পেলেই পাস বলে গণ্য হবে।

এমসিকিউ ও সৃজনশীল একই খাতায় পরীক্ষা হবে। এমসিকিউর বৃত্ত ভরাট করতে হবে না, টিক দিলেই চলবে। এছাড়া কোনো পরীক্ষার্থীকেই আলাদাভাবে বৃত্তি পরীক্ষা দিতে হবে না। এ পরীক্ষার মূল্যায়নেই বৃত্তি প্রদান করা হবে।

এ সরকার জানমালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ: খালেদা জিয়া

0
blank

ঢাকা: জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে তার কার্যালয়ে কুপিয়ে হত্যা এবং আরেকটি প্রকাশনী সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে প্রতিষ্ঠানটির কর্ণধার আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনকে কুপিয়ে গতকাল দুপুরে আহত করার ঘটনায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। গতকাল রাতে দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ ও নিন্দা জানান বেগম খালেদা জিয়া।
তিনি এ ধরনের কাপুরুষোচিত হত্যা ও হামলার ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিএনপি চেয়ারপারসন নিহত ফয়সাল আরেফিনের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বলেন, নিহত ফয়সাল আরেফিন দীপন জিয়া স্মৃতি পাঠাগারের সহসভাপতি ছিলেন। একই সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত একজন নিবেদিত সংগঠক ছিলেন।
বিএনপি চেয়ারপারসন বলেন, মানুষের জানমালের নিরাপত্তা দিতে এ সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতিতে তিনি গভীর শঙ্কা প্রকাশ করে বলেন, দেশে আইনের শাসনের অনুপস্থিতিতে সমগ্র জাতি আজ এক শ্বাসরুদ্ধকর অবস্থায় নিপতিত হয়ে পড়েছে।
মির্জা ফখরুলের নিন্দা: লালমাটিয়ায় প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করা এবং শাহবাগের আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যার নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত রাতে এক বিবৃতিতে এ ধরনের হত্যাকে কাপুরুষোচিত উল্লেখ করে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

নিরাপত্তা দিতে ব্যর্থ হলে ক্ষমতা ছাড়ুন: ইমরান এইচ সরকার

0
blank

ঢাকা: গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন, ব্লগার ও প্রকাশক খুনের ঘটনা প্রমাণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা রয়েছে। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, দেশের সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে আপনারা ক্ষমতা ছেড়ে চলে যান। শনিবার বিকালে শাহবাগের আজিজ সুপার মার্কেটে এক প্রকাশককে কুপিয়ে হত্যা ও লালমাটিয়ায় আরও তিনজনকে কুপিয়ে ও গুলি করে গুরুতর জখম করার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে তিনি এ কথা বলেন।

ইমরান এইচ সরকার বলেন, এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ব্যর্থতা রয়েছে, তা স্পষ্ট। এটা ভাবার কোনো কারণ নেই যে, এটা শুধু প্রকাশকদের ওপর হামলা। বরং এই মুহূর্তে এ দেশে কেউ নিরাপদ নয়। সুতরাং সবাইকে এর প্রতিরোধে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, আগে ব্লগারদের হত্যা করা হচ্ছিল, এখন মুক্তমনা প্রকাশকদেরও হত্যা করা হচ্ছে। বিদেশি নাগরিক কিংবা মায়ের পেটের শিশু কেউই রক্ষা পাচ্ছে না। এর প্রতিবাদে শুধু ছাত্র-লেখক-প্রকাশকদের বেরোলে হবে না। এর বিরুদ্ধে সবাই মিলে প্রতিরোধ গড়ে না তুললে, মুক্তমনা কেউ এ দেশে থাকতে পারবে না। দুটি হামলার প্রতিবাদে আজ বিকালে সারা দেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা দেন ইমরান এইচ সরকার।