Home জাতীয় ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী

ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী

359
0
ফাইল ছবি

ঢাকা: মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে ঈদ মোবারক জানিয়েছেন।

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “মাসব্যাপী সিয়াম সাধনার পর সকলের জন্য আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সর্বক্ষেত্রে ঈদ উল ফিতরের শিক্ষার প্রতিফলন ঘটাতে আমি সকলের প্রতি আহ্বান জানাই।

ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক, এই কামনা করছি। পবিত্র এ দিনে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি।

Previous articleদেশব্যাপী উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর বৃহস্পতিবার
Next articleঅধ্যক্ষ শিব্বির আহমদ ওসমানী’র পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা