Home বিনোদন ফিরছেন অপু ইসলাম খান

ফিরছেন অপু ইসলাম খান

1163
0

জনপ্রিয় নায়িকা অপু ইসলাম খান আবারো ক্যামেরা সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। প্রায় ১ বছর হলো শুটিং অসম্পূর্ণ রেখেই নিরুদ্দেশ হয়েছিলেন তিনি। তাকে না পেয়ে বিপাকে পড়েছিলেন সেসব ছবির নির্মাতা ও প্রযোজকরা। অপু বলেন, ‘এখন অসম্পূর্ণ ছবিগুলো শেষ করব। কিছুটা ওয়েট বেড়েছে, কমাচ্ছি। শুটিংয়ে ফেরার প্রস্তুতি চলছে পুরোদমে। আমি কখনই চাইনি কেউ আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হোক। শেষ না হওয়া ছবিগুলোর শুটিং শেষ করব, নতুন ছবিরও চুক্তিবদ্ধ হবো।’ উল্লেখ্য, ১০ এপ্রিল সন্তানসহ মিডিয়ার সামনে হাজির হন অপু বিশ্বাস।

জানান, ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খানের সঙ্গে তার বিয়ে হয়। সন্তান আব্রাম খান জয়ের জন্ম হয় ২০১৬ সালের সেপ্টেম্বরে। এরপর পরস্পরবিরোধী কথা বললেও এক পর্যায়ে অপুর সঙ্গে সমঝোতায় আসেন শাকিব।

Previous articleউগ্রবাদীদের ভ্রুকুটি উপেক্ষা করে পর্যটন শিল্প এগিয়ে যাচ্ছে: মেনন
Next articleময়মনসিংহে বাসচাপায় নিহত ২