ইতিহাস এ রায়ের বিচার করবে: খন্দকার মাহবুব

0
443
blank

ঢাকা: জামায়াত নেতা মীর কাসেম আলীর প্রধান আইনজীবী সুপ্রিম কোর্ট বারের সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেছেন, মীর কাসেমের আপিলে রায় নিয়ে তার কোন বক্তব্য নেই। ইতিহাস এই রায়ের বিচার করবে বলে এ সময় মন্তব্য করেন তিনি। আপিল বিভাগের রায়ের পর নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
খন্দকার মাহবুব বলেন, সর্বোচ্চ আদালত এ রায় দিয়েছেন। দুটি অভিযোগে মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। একটি থেকে তাকে খালাস দেয়া হয়েছে। সর্বোচ্চ আদালতের রায়ের বিষয়ে আমার কোন বক্তব্য নেই। ভবিষ্যতে ইতিহাস এর বিচার করবে।
তিনি সাংবাদিকদের বলেন, আমরা আদালতে মামলার সাক্ষ্য-প্রমাণে বক্তব্য রেখেছি। অ্যাটর্নি জেনারেল তার বক্তব্য রেখেছেন। এমন প্রধান বিচারপতিও এ বিষয়ে কথা বলেছেন। আপনারা সবই শুনেছেন। এ বিষয়ে আমার কিছু বলার নেই।
খন্দকার মাহবুব বলেন, লিখিত পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আমরা আইনজীবীরা মীর কাসেম আলীর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিবো, এ বিষয়ে আমরা রিভিউ আবেদন করবো কি-না।