জগন্নাথপুরে মিনি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

0
1179
blank
blank

স্টাফ রিপোর্টার: জগন্নাথপুরে এই প্রথম মাস ব্যাপী মিনি ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর শাহপুর গ্রামে শাহ স্পোর্টস্ একাডেমির উদ্যোগে মাস ব্যাপী মিনি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে ফাইনাল প্রতিযোগিতায় ট্রাইবেকারে এসএসপি ক্লাবকে ২-০ গোলে হারিয়ে ইউনাইটেড ক্লাব বিজয়ী হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। শাহ স্পোর্টস্ একাডেমির সভাপতি কৃতি ফুটবলার সেলিম আহমদের সভাপতিত্বে ও সিলেট বিভাগীয় ধারাভাষ্যকার সংস্থার সভাপতি জুয়েল আহমদ নুরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, শিক্ষাবিদ আবু হোরায়রা ছাদ মাস্টার, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, কাউন্সিলর দিলোয়ার হোসেন, জগন্নাথপুর ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুর রউফ, ব্যবসায়ী কবির উদ্দিন প্রমূখ।

এ সময় সাবেক কৃতি ফুটবলার সাদেকুর রহমান মেম্বার, আছকন মিয়া মেম্বার, উপজেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি শাপলা মিয়া, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি শাহ শাহেদ আহমদ, প্রবাসী রাজন মিয়া, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সদস্য এমডি মুন্না, শাহ স্পোর্টস্ একাডেমির সহ-সভাপতি এনামুল হক, বশির আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সহ-সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক তারেক মিয়া, সহ-সম্পাদক জাহাঙ্গীর মিয়া, কোষাধ্যক্ষ আবুল হোসেন, সহ-সম্পাদক সুমন মিয়া, প্রচার সম্পাদক বাদল মিয়া, সহ-সম্পাদক খয়রুল ইসলাম, কৃতি ফুটবলার তারেক, হোসেন, আনোয়ার, অপু, মোর্শেদ, পারভেজ, ফাহিম, সাকিব, রাহিম, রাসেল, তোফায়েল, রাজু, হানিফ, আজিম, সাইম, মামুন, তোহা, জুনেদ, জাকি, অনি হাসান নিলুসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।