জামায়াতে ইসলামীকে নিয়ে ‘সরকার ষড়যন্ত্র করছে’: মওদুদ

0
567
blank
blank

ঢাকা: ২০ দলীয় জোটে বিভক্তি আনতেই জামায়াতে ইসলামীকে নিয়ে ‘সরকার ষড়যন্ত্র করছে’ বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। আজ শুক্রবার দুপুরে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জামায়াতে ইসলামীকে নিয়ে সরকার নানা ধরণের কৌশল করছেন, ষড়যন্ত্র করছেন যাতে করে আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয়। বিভিন্ন সংবাদপত্রে বিভিন্ন খবর দিয়ে আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, সেটা নিস্ফল হবে। আমাদের যে জোট – সেই জোট ছিলো, সেই জোট আছে এবং সেই জোট থাকবে।

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে ‘প্রতিহিংসার রাজনীতি : গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগনের প্রত্যাশা’ শীর্ষক এই আলোচনা সভা হয়। সংগঠনের উপদেষ্টা মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন প্রমুখ বক্তব্য রাখেন।