জিএসপি ফিরে পেতে বাংলাদেশকে আরো কাজ করতে হবে: মার্কিন রাষ্ট্রদূত

0
455
blank
Marsia Barnicut
blank

ঢাকা: যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা (জিএসপি) ফিরে পেতে বাংলাদেশকে আরো কিছু কাজ করতে হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস বার্নিকাট। তিনি বলেন, জিএসপি পাওয়া না পাওয়া নির্ভর করছে পোশাক শ্রমিকদের কর্ম পরিবেশের ওপর। আজ মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এক যৌথ ব্রিফিংয়ে এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।

অপরদিকে বাণিজ্যমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে টিকফা চুক্তির সাফল্য নির্ভর করছে জিএসপি ফিরে পাওয়ার ওপর। বৈঠকের আলোচনার প্রসঙ্গে জানতে চাইলে তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, ‘চলতি মাসের ২৩ তারিখ ওয়াশিংটনে টিকফার বৈঠক হবে। ওই বৈঠকের বিষয় নিয়ে আজ আমাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। টিকফার পাশাপাশি জিএসপিসহ অন্যান্য দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা হয়েছে। আমি রাষ্ট্রদূতকে বলেছি, জিএসপির ওপরে নির্ভর করছে টিকফার ভবিষ্যৎ। জিএসপি পাশ কাটিয়ে টিকফা সফল করা যাবে না।’ এ সময় মার্শা বার্নিকাট বলেন, ‘আমাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। টিকফা ও ওয়াশিংটনের বৈঠকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি জিএসপি নিয়েও কথা বলেছেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী।’ টিকফার বৈঠকের পর বাংলাদেশ যেন জিএসপি সুবিধা ফেরত পায় সে জন্য তিনি কাজ করবেন বলে জানান। সব শর্তপূরণের মাধ্যমে বাংলাদেশ জিএসপি সুবিধা ফিরে পাবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।