দেশের বিভিন্ন স্থানে হঠাৎ ঝড়, রাজধানীতে নিহত ৩

0
838
blank
blank

বিভিন্ন স্থানে রোববার (৩১ মার্চ) সন্ধ্যায় আকস্মিক ঝড় ও শিলা বৃষ্টি হয়েছে। এতে রাজধানীর পল্টন নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে চা দোকানি, শ্যাওড়াপাড়ায় একজন ও শ্যামলীতে গাছ পড়ে একজন মারা গেছেন। এছাড়া গাছ উপড়ে চলন্ত গাড়ির ওপর পড়ায় বন্ধ রয়েছে বিভিন্ন রাস্তার যান চলাচল। অন্যান্য রাস্তায় পানি জমে তীব্র যানজটের সৃষ্টি হয়ে বিপাকে পড়েন অফিস ফেরত মানুষ। চারদিক অন্ধকার করে প্রচণ্ড ঝড়ের সময় বাসে থাকা যাত্রীদের মধ্যে সৃষ্টি হয় আতঙ্ক।

তারা বলেন, মনে হচ্ছিল আর মনে হয় বাঁচবো না। বিলবোর্ড ছুটে এসে গাড়ির উপর পড়ে কাঁচ ভেঙে গেছে।

ঝড়ের পর রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। স্থবির হয়ে পড়ে যান চলাচল। যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয় রাস্তায়। অনেকে পায়ে হেঁটে রওয়ানা করেন গন্তব্যে। এরই মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা রাস্তায় বিভিন্ন স্থানে উপড়ে পড়া গাছ অপসারণ শুরু করেছে।

রাজধানীর মতো দেশের অন্যান্য স্থানেও ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। সন্ধ্যা ৬টার দিকে আকাশে কালো মেঘ জমে। এরপর শুরু হয় প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টি। এতে হাটবাজার ও পথচারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য ছোটাছুটি করতে থাকেন সাধারণ মানুষ।