পঞ্চদশ সংশোধনী রাজনৈতিক সঙ্কট গভীর করেছে: মির্জা ফখরুল

0
495
blank

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে কয়েকটি রায় রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে। তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল করে রাজনীতি ও গণতন্ত্র ধ্বংস করা হয়েছে। পঞ্চদশ সংশোধনী গভীরতম সংকট সৃষ্টি করেছে। সমঝোতার ভিত্তিতে সংকট নিরসন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি। মানুষের ভোটের অধিকার, মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্যই পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থার প্রয়োজন বলে জানান তিনি।
শনিবার সকাল ১১টায় ঠাকুরগাঁও শহরের কালীবাড়িস্থ নিজ বাসভবনে দলীয় নেতা কর্মীদের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপি যাবে কিনা প্রশ্নের জবাবে মির্জা আলমগীর বলেন, এখনও কোন সিদ্ধান্ত হয়নি। এ বিষয় কেন্দ্রীয় কমিটির সভায় সিদ্ধান্ত হবে বলে জানান তিনি। সকাল সোয়া ১১টায় ঢাকার উদ্দেশ্যে ঠাকুরগাঁও ত্যাগ করেন মির্জা আলমগীর। এসময় জেলা বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।