পৌরসভা নির্বাচন: আ’লীগের ২৩৬ মেয়র প্রার্থীর তালিকা প্রকাশ

0
507
blank
blank

ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়নপ্রাপ্ত মেয়র প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবার এ তালিকা প্রকাশ করে দলটি। এর আগে গত সোম-মঙ্গলবার টানা দুদিন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে মনোনয়ন প্রত্যাশীদের আবেদন ফরম যাচাই-বাছাই করে দলটির মনোনয়ন বোর্ড। চুলচেরা বিশ্লেষণ শেষে মেয়রপ্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন তালিকায় স্বাক্ষর করেন দল ও মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

তালিকায় স্থান পাওয়া বিভাগভিত্তিক ২৩৬ জন মেয়রপ্রার্থীদের নাম নিচে তুলে ধরা হলো:

রংপুর বিভাগ

পঞ্চগড় জেলার পঞ্চগড় সদরে জাকিয়া খাতুন, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে মো. কসিরুল আলম, রাণীশংকৈল মো. আলমগীর সরকার, ঠাকুরগাঁও সদর অধ্যক্ষ তাহমিনা আখতার মোল্লা, দিনাজপুরের ফুলবাড়ী মো. শাহাজাহান আলী সরকার, দিনাজপুর সদর আনোয়ারুল ইসলাম, বীরগঞ্জ মো. মোশারফ হোসেন বাবুল, বিরামপুর অধ্যাপক মো. আককাস আলী, হাকিমপুর এন. এ. এম জামিল হোসেন চলন্ত, নীলফামারীর সৈয়দপুরে অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন, জলঢাকায় মো. আব্দুল ওয়াহেদ বাহাদুর, লালমনিরহাট সদর মো. রিয়াজুল ইসলাম রিন্টু, পাটগ্রাম মো. শমসের আলী, রংপুর বদরগঞ্জ উত্তম কুমার সাহা, কুড়িগ্রাম সদর আব্দুল জলিল, নাগেশ্বরী মোহাম্মদ হোসেন ফাকু, উলিপুর মো. আব্দুল হামিদ সরকার, গাইবান্ধার গোবিন্দগঞ্জ মো. আতাউর রহমান সরকার, গাইবান্ধা সদর শাহ মাসুদ জাহাঙ্গীর কবির, সুন্দরগঞ্জ আব্দুল্লাহ আল মামুন।

রাজশাহী বিভাগ

জয়পুরহাট জেলার আক্কেলপুর পৌরসভায় গোলাম মাহফুজ চৌধুরী অবসর, কালাই খন্দকার হালিমুল আলম জন, জয়পুরহাট সদর মোস্তাফিজুর রহমান মোস্তাক, বগুড়া শেরপুর মো. আব্দুস সাত্তার, সারিয়াকান্দি মো. আলমগীর শাহী, গাবতলী মো. মোমিনুর হক শিলু, আদমদীঘি সান্তাহার মো. রাশেদুল ইসলাম, কাহালু মো. হেলাল উদ্দিন, বিরাজ ধুনট মো. শরিফুল ইসলাম খাঁন শরীফ, নন্দীগ্রাম মো. রফিকুল ইসলাম পিংকু, শিবগঞ্জ তৌহিদুর রহমান মানিক, বগুড়া সদর অ্যাডভোকেট রেজাউল করিম মন্ট,ু চাঁপাই নবাবগঞ্জ জেলার গোমস্তাপুরের রহনপুর মো. গোলাম রব্বানী বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ সদর সামিউল হক, শিবগঞ্জ মো. ময়েন খান, নাচোল মো. আব্দুর রশিদ, নওগাঁর সদরে দেওয়ান ছেকার আহমেদ শিষাণ, পতœীতলা নজিপুর মো. রেজাউল কবির চৌধুরী, রাজশাহী গোদাগাড়ী কাঁকনহাট আব্দুল মজিদ, বাঘা আড়ানী মোঃ মুক্তার আলী, তানোর মুন্ডুমালা গোলাম রব্বানী, মোহনপুর কেশরহাট শহিদুজ্জামান শহীদ, গোদাগাড়ী মনিরুল ইসলাম বাবুল, বাগমারা তাহেরপুর আবুল কালাম আজাদ, বাগমারা ভবানীগঞ্জ আব্দুল মালেক মন্ডল, তানোর ইমরুল হক, পবা কাটাখালী আব্বাস আলী, পবা নওহাট্টা আব্দুল বারী খান, চারঘাট মোসাঃ নার্গিস খাতুন, দূর্গাপুর তোফাজ্জল হোসেন, পুঠিয়া রবিউল ইসলাম রবি, নাটোর নলডাঙ্গা মো. সফির উদ্দিন মন্ডল, লালপুর গোপালপুর রুখসানা মোর্ত্তজা লিলি, গুরুদাসপুর মো. শাহনেওয়াজ আলী, সিংড়া মো. জান্নাতুল ফেরদৌস, বড়াইগ্রাম মো. আব্দুল বারেক সরদার, নাটোর সদর উমা চৌধুরী, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে মো. হালিমুল হক মিরু, সিরাজগঞ্জ সদর সৈয়দ আব্দুর রউফ মুক্তা, উল্লাপাড়া মো. নজরুল ইসলাম, রায়গঞ্জ মো. আব্দুল্লাহ আল পাঠান, বেলকুচি বেগম আশানুর বিশ্বাস, কাজিপুর হাজী মো. নিজাম উদ্দিন, পাবনা চাটমোহর সাখাওয়াত হোসেন সাখো, সাঁথিয়া মো. মিরাজুল ইসলাম প্রামানিক, সুজানগর মো. আব্দুল ওহাব, ফরিদপুর খন্দকার মো. কামরুজ্জামান (মাজেদ), ভাঙ্গুড়া মো. গোলাম হাসনাইন, পাবনা সদর পাবনা রকিব হাসান টিপু, ঈশ্বরদী আবুল কালাম আজাদ মিন্টু।

খুলনা বিভাগ

মেহেরপুর জেলার গাংনী আহম্মেদ আলী, কুষ্টিয়া জেলার মিরপুরে মোহা. এনামুল হক, কুষ্টিয়া সদর মো. আনোয়ার আলী, ভেড়ামারা মো. শামিমুল ইসলাম ছানা, কুমারখালী মো. সামছুজ্জামান অরুন, খোকসা প্রভাষক মো. তরিকুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার দর্শনায় মো. মতিয়ার রহমান, জীবননগর মো. নাসির উদ্দিন, আলমডাঙ্গা হাসান কাদির গনু, চুয়াডাঙ্গা সদর রিয়াজুল ইসলাম জোয়ার্দার, ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরে মো. সহিদুজ্জামান, মহেশপুর আব্দুর রশিদ খান, হরিণাকুণ্ডু শাহিনুর রহমান, শৈলকূপা কাজী আশরাফুল আজম, যশোর জেলার অভয়নগরের নওয়াপাড়ায় সুশান্ত কুমার দাস, মনিরামপুর কাজী মাহমুদুল হাসান, বাঘারপাড়া মো. কামরুজ্জামান বাচ্চু, চৌগাছা মো. নুর উদ্দিন আল-মামুন, কেশবপুর রফিকুল ইসলাম, যশোর সদর জহিরুল ইসলাম চাকলাদার, মাগুরা সদর খুরশিদ হায়দার টুটুল, নড়াইল জেলার কালিয়ায় মো. ওয়াহিদুজ্জামান হিরা, নড়াইল সদর জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, বাগেরহাট মোড়েলগঞ্জ অ্যাডভোকেট মনিরুল হক, মোংলা পোর্ট ইদ্রিস আলী ইজারাদার (স্থগিত), বাগেরহাট সদর খান হাবিবুর রহমান, খুলনা জেলার চালনায় সনত কুমার বিশ্বাস, পাইকগাছা সেলিম জাহাঙ্গীর, সাতক্ষীরার কলারোয়ায় মো. আমিনুল ইসলাম লাল্টু, সাতক্ষীরা সদর শাহাদাৎ হোসেন।

বরিশাল বিভাগ

বরগুনা জেলার বেতাগী পৌরসভায় এ. বি. এম গোলাম কবির, পাথরঘাটা আনোয়ার হোসেন আকন্দ, বরগুনা সদর অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, পটুয়াখালীর কলাপাড়ায় বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা আবদুল বারেক মোল্লা, ভোলার বোরহানউদ্দিন মো. রফিকুল ইসলাম, দৌলতখান জাকির হোসেন তালুকদার, ভোলা সদর মোহাম্মদ মনিরুজ্জামান, বরিশাল জেলার মুলাদী মো. শফিকুজ্জামান রুবেল, গৌরনদী মো. হারিছুর রহমান, মেহেন্দীগঞ্জ মো. কামাল উদ্দিন খান, বানারীপাড়া সুভাষ চন্দ্র শীল, বাকেরগঞ্জ মো. লোকমান হোসেন ডাকুয়া, উজিরপুর মো. গিয়াস উদ্দিন বেপারী, ঝালকাঠীর নলছিটী তছলিম উদ্দিন চৌধুরী, পিরোজপুর জেলার সদর পৌরসভায় হাবিবুর রহমান মালেক, নেছারাবাদ স্বরূপকাঠী মো. গোলাম কবির।

ঢাকা বিভাগ

মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর মোহাম্মদ ফয়সাল, মিরকাদিম শহিদুল ইসলাম শাহীন, ঢাকা জেলার ধামরাই গোলাম কবির, সাভার হাজী আব্দুল গনি, নরসিংদী জেলার সদরের মাধবদী মো. মোশাররফ হোসেন, নরসিংদী সদর আলহাজ্ব মো. কামরুজ্জামান, মনোহরদী মোহাম্মদ আমিনুর রশিদ, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ তারাবো হাছিনা গাজী, সোনারগাঁও অ্যাডভোকেট আবু তাহের ফজলে রাব্বী, রাজবাড়ীর পাংশা আব্দুল আল মাসুদ, রাজবাড়ী সদর মহম্মদ আলী চৌধুরী, গোয়ালন্দ নজরুল ইসলাম, ফরিদপুর জেলার বোয়ালমারী শাহজাহান মৃধা পিকুল, নগরকান্দা মো. রায়হান উদ্দিন মিয়া, গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর কাজী লিয়াকত আলী, টুংগীপাড়া শেখ আহম্মদ হোসেন মির্জা, মাদারীপুর জেলার কালকিনি মো. এনায়েত হোসেন, শিবচর মো. আওলাদ হোসেন খান, মাদারীপুর সদর মো. খালিদ হোসেন, শরীয়তপুর জেলার নড়িয়া মো. হায়দার আলী, ডামুড্যা মো. হুমায়ুন কবির, জাজিরা মো. ইউনুস বেপারী, ভেদরগঞ্জ আবদুল মান্নান হাওলাদার, শরীয়তপুর সদর মো. রফিকুল ইসলাম।

সিলেট বিভাগ

সুনামগঞ্জের ছাতক মো. আবুল কালাম চৌধুরী, জগন্নাথপুর মো. আব্দুল মনাফ, সুনামগঞ্জ সদর মো. আয়ুব বখত, দিরাই মোশাররফ মিয়া, সিলেট জকিগঞ্জ মো. খলিল উদ্দিন, কানাইঘাট লুৎফুর রহমান, গোলাপগঞ্জ জাকারিয়া আহমদ, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ মো. জুয়েল আহমেদ, মৌলভীবাজার সদর মো. ফজলুর রহমান, কুলাউড়া এ.কে.এম শফি আহমদ (সলমান), বড়লেখা আবুল ইমাম মো. কামরান চৌধুরী, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ মো. তোফাজ্জল ইসলাম চৌধুরী, হবিগঞ্জ সদর আতাউর রহমান সেলিম, চুনারুঘাট মো. সাইফুল ইসলাম, মাধবপুর হিরেন্দ্র লাল সাহা, শায়েস্তাগঞ্জ মো. ছালেক মিয়া।

চট্টগ্রাম বিভাগ

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া তাকজিল খলিফা, কুমিল্লার চান্দিনা মো. মফিজুল ইসলাম, লাকসাম অধ্যাপক আবুল খায়ের, দাউদকান্দি নাইম ইউসুফ, বরুড়া মো. বাহাদুরুজ্জামান, চৌদ্দগ্রাম মো. মিজানুর রহমান, হোমনা মো. নজরুল ইসলাম, চাঁদপুর জেলার হাজীগঞ্জ আ. স. ম মাহবুব-উল আলম, মতলব উত্তর ছেংগার চর মো. রফিকুল আলম (জর্জ), ফরিদগঞ্জ মো. মাহফুজুল হক, কচুয়া মো. নাজমুল আলম, মতলব দক্ষিণ মো. আওলাদ হোসেন, ফেনীর দাগনভূঁঞা ওমর ফারুক খাঁন, ফেনী সদর হাজী আলাউদ্দিন, পরশুরাম নিজাম উদ্দিন আহম্মদ চৌধুরী, নোয়াখালীর কোম্পানীগঞ্জ বসুরহাট আবদুল কাদের, বেগমগঞ্জ চৌমুহনী আক্তার হোসেন, হাতিয়া এ কে এম ইউসুফ আলী, চাটখিল মোহাম্মদ উল্লাহ, লক্ষ্মীপুর রামগঞ্জ আবুল খায়ের পাটোয়ারী, রামগতি এম. মেজবাহ উদ্দিন, রায়পুর মো. ইসমাইল খোকন, চট্টগ্রাম জেলার সন্দ্বীপ মো. জাফর উল্লাহ, বাঁশখালী সেলিমুল হক চৌধুরী, চন্দনাইশ মো. মাহবুবুল আলম, সাতকানিয়া মোহাম্মদ জোবায়ের, মীরসরাই মো. গিয়াস উদ্দিন, পটিয়া হাজী মুহাম্মদ হারুনুর রশিদ, রাউজান দেবাশীষ পালিত, মীরসরাই বারইয়ারহাট মো. নিজাম উদ্দিন, রাংঙ্গুনিয়া মো. শাহজাহান সিকদার, সীতাকুন্ডু বদিউল আলম, খাগড়াছড়ি জেলার সদরে মো. শানে আলম, মাটিরাংগা মো. সামছুল হক, রাঙামাটি জেলার সদরে মো. আকবর হোসেন চৌধুরী, বান্দরবান লামা মো. জহিরুল ইসলাম, বান্দরবান সদর মোহাম্মদ ইসলাম বেবী।