প্রধানমন্ত্রীকে উকিল নোটিশ পাঠালেন খালেদা জিয়া

0
448
blank
blank

জিয়া পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে মন্তব্য করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উকিল নোটিশ পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এতে জিয়া পরিবারের বিরুদ্ধে দুর্নীতিসংক্রান্ত অপবাদমূলক বক্তব্য দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খালেদা জিয়ার কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খালেদা জিয়ার পক্ষে এ উকিল নোটিশ পাঠান তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

বুধবার এর সত্যতা নিশ্চিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জিয়া পরিবারের দুর্নীতিসংক্রান্ত বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে প্রধানমন্ত্রী বরাবর উকিল নোটিশ পাঠানো হয়েছে।

উকিল নোটিশে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলা হয়েছে, গত ৭ ডিসেম্বর গণভবনে মিডিয়া ব্রিফিংয়ে আপনি খালেদা জিয়ার বিরুদ্ধে কিছু মানহানিকর বিবৃতি দিয়েছেন। এতে আপনি বলেছেন- সৌদি আরবে খালেদা জিয়া একটি শপিংমলের মালিক ও সেখানে তার বিপুল সম্পদ রয়েছে এবং তিনি মানিলন্ডারিংযের সঙ্গেও জড়িত। আপনি পুত্রদের সম্পর্কেও মিথ্যা উক্তি করেছেন।