ভূ-রাজনৈতিক কারণে বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নেবে যুক্তরাষ্ট্র

0
567
blank
blank

ঢাকা : ভূ-রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় বাইডেন প্রশাসন বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরো বাড়িয়ে তুলবে বলে প্রত্যাশা করছে ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন রোববার সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করি আমেরিকার (নতুন নেতৃত্ব) ভৌগলিক ও উদীয়মান দেশ হিসেবে গ্রহণ করে আমাদের সাথে সম্পর্ক বাড়িয়ে তুলবে।’ তিনি রোহিঙ্গা ইস্যুতে বাইডেন প্রশাসনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের আরো শক্তিশালী ভূমিকা প্রত্যাশা করেন।

মিয়ানমারের গণহত্যা ও জাতিগত নির্মূলের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র মানবাধিকার সম্পর্কিত বিষয়গুলোতে ফোকাস করায় রোহিঙ্গা ইস্যুতে আরও সোচ্চার হবে।