রুহুল কবির রিজভী জামিনে মুক্ত

0
489
blank

 

ঢাকা: দশ মাস পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার সন্ধ্যায় তিনি কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম নয়া দিগন্তকে এ খবর জানান। সোমবার বিকাল ৫টায় উচ্চ আদালতের জামিনের কাগজপত্র কাশিপুর কারাগারে পৌঁছালে তিনি মুক্ত হন। গত ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া বিএনপির লাগাতার অবরোধের মধ্যে আত্মগোপনে থাকা রিজভীকে ৩০ জানুয়ারি গভীর রাতে বারিধারার এক বাসা থেকে আটক করে র‌্যাব। এর আগে বিএনপিবিহীন দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তির কর্মসূচি ঘিরে উত্তেজনার মধ্যে ৩ জানুয়ারি রাতে নয়া পল্টনের দলীয় কার্যালয়ে রিজভী ‘অসুস্থ’ হয়ে পড়লে পুলিশ তাকে বসুন্ধরার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যায়। চার দিনের মাথায় গভীর রাতে সেখান থেকে চুপিসারে বেরিয়ে যান তিনি। এর পর থেকে গোপন স্থান থেকে বিবৃতির মাধ্যমে দলের কর্মসূচি ঘোষণা করে আসছিলেন বিএনপির এই নেতা। বিএনপির তিন মাসের কর্মসূচিতে সারা দেশে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির মামলায় রুহুল কবির রিজভীকে ৩৬টি মামলায় আসামি করা হয়। এসব মামলায় আদালতের নির্দেশে তাকে টানা ৩০ দিনের বেশি সময় রিমান্ডে নেয় পুলিশ। এর আগেও ২০১৩ সালে ৩০ নভেম্বর বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে পুলিশ রিজভীকে গ্রেফতার করেছিল।