বিপদ কেটে গেলে ঐক্যকে অবহেলা আত্মঘাতী: ইনু

0
54
blank
blank

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিপদে ঐক্য আর বিপদ কেটে গেছে মনে করে আত্মপ্রসাদে ভুগে ঐক্যকে অবহেলা করা আত্মঘাতী। এটা ভুলে গেলে চলবে না যে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন এবং তিন মেয়াদে সরকার পরিচালনা রাজনৈতিক ঐক্যেরই ফল।

মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় হাসানুল হক এসব কথা বলেন। দলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এসব কথা জানানো হয়।

হাসানুল হক ইনু বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মধ্যে বড়র (দল) অহংকার এবং ছোটর (দল) হীনম্মন্যতা পরিহার করা উচিত।

পাকিস্তানপন্থী রাজনৈতিক শক্তির সঙ্গে কোনো রাজনৈতিক লেনদেন বা সমঝোতার সুযোগ নেই বলে জানান এই নেতা। তিনি বলেন, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে হবে। বাংলাদেশবিরোধী পাকিস্তানপন্থী অশুভ রাজনৈতিক শক্তিকে বাংলাদেশের রাজনীতির মাঠ থেকে চিরবিদায় দিতেই হবে।