সুনামগঞ্জে ঈদগাহ ও কবরস্থানের জায়গা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫

0
475
blank
blank

নাইম তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের বাবনিয়া গ্রামে ঈদগাহ ও কবরস্থানের জায়গা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০দিকে বাবনিয়া গ্রামের মাঠে এ সংঘর্ষ ঘটে। আহতদের মধ্যে মো ময়না মিয়া(৬০), তার ছেলে আজিজুর রহমান(১৫), মো. আজিম উদ্দিন(৩০), মোস্তফা মিয়া(৫৫), আমির আলী(২৫), বাবুল মিয়া(৪০) ও জিয়াউল হক(২৫)।আহতদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে বাবনিয়া গ্রামের মো. আব্দুল কাদিরের সঙ্গে একই গ্রামের ময়না মিয়ার লোকজনের গ্রামের ঈদগাহ ও কবরস্থানের জায়গা নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়।
দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঈদগাহের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। সংঘর্ষের খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।