৪৮ ঘণ্টার মধ্যে হাইড্রোলিক হর্ন বন্ধের নির্দেশ

0
543
blank
blank

ঢাকা মহানগরে চলাচলকারী যানবাহনে ব্যবহার করা হাইড্রোলিক হর্ন ৪৮ ঘণ্টার মধ্যে সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ নির্দেশের ফলে আগামী শুক্রবারের পর থেকে রাজধানীর কোনো যানবাহন আর হাইড্রোলিক হর্ন ব্যবহার করতে পারবে না।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ। এর আগে গতকাল মঙ্গলবার তিনি এই রিট দায়ের করেন।

রিটে বলা হয়, মোটরযান অধ্যাদেশ অনুযায়ী যানবাহনে এমন কোনো যন্ত্র ব্যবহার করা যাবে না, যা শব্দদূষণের সৃষ্টি করে। কিন্তু আইন ভঙ্গ করে বিভিন্ন যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে রিটে এসব হর্ন ব্যবহারকারী যানবাহন জব্দের নির্দেশনাও চাওয়া হয়েছিল।

সাধারণত একজন পূর্ণবয়স্ক মানুষ ৪০ থেকে ৪৫ ডেসিবল মাত্রার শব্দ ভালো শুনতে পায়। কিন্তু দেশের যানবাহনগুলোতে যে হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হয়, তা ১০০ ডেসিবলেরও বেশি মাত্রার শব্দ সৃষ্টি করে।