Home জাতীয় খালেদার মুক্তির ব্যাপারে সরকার হস্তক্ষেপ করবে না: নাসিম

খালেদার মুক্তির ব্যাপারে সরকার হস্তক্ষেপ করবে না: নাসিম

498
0

সিরাজগঞ্জ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে আওয়ামী লীগ বা সরকার কোনো হস্তক্ষেপ করবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, খালেদা জিয়া প্যারোলে না জামিনে মুক্তি পাবেন তা সম্পূর্ণ আদালতের এখতিয়ার। তিনি দুর্নীতির মামলায় আদালতের রায়ে দণ্ডিত হয়ে কারাভোগ করছেন। তার মুক্তির ব্যাপারে দল বা সরকার কোনো হস্তক্ষেপ করবে না। শনিবার বিকালে সিরাজগঞ্জে নির্মাণাধীন শেখ হাসিনা নার্সিং কলেজ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনকালে সাংবাদিকদের এ সব কথা বলেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন বলে মন্তব্য করে নাসিম বলেন, রাজনৈতিক দুর্বৃত্তায়ন দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। দল এবং সরকারে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। ১৪ দল এবং জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতিবিরোধী এ আন্দোলন সমর্থন করেছে। আমরা বিশ্বাস করি, বঙ্গবন্ধুকন্যা যেভাবে জঙ্গি দমন করেছেন, দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন, ঠিক একইভাবে দুর্নীতিবিরোধী এ আন্দোলনেও তিনি সফল হবেন।

Previous articleসিরামিকসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়া
Next articleরোহিঙ্গা সংকটের সমাধান কোথায়?