Home রাজনীতি চলতি বছরই রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন আসছে: ড. কামাল

চলতি বছরই রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন আসছে: ড. কামাল

646
0

ঢাকা : চলতি বছরই দেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বেইলি রোডের নিজ বাসায় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এ আশা প্রকাশ করেন তিনি।

ড. কামাল হোসেন বলেন, ‘এ বছরের মধ্যেই রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন আসবে আশা করছি। ঐক্যফ্রন্টের পাশাপাশি গণফোরামকে আরও শক্তিশালী করা হবে।’

তিনি বলেন, ‘শক্তিশালী আন্দোলনের ওপরই অনেক কিছু নির্ভর করছে। দ্রুত গণতন্ত্র পুনরুদ্ধার এখন ঐক্যফ্রন্টের প্রধান লক্ষ্য।’

অচিরেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র রক্ষার আন্দোলন জোরদার করা হবে বলেও জানান ড. কামাল।

Previous articleপাসপোর্ট না থাকায় বাংলাদেশ বিমানের পাইলটকে আটকে দিল কাতার
Next articleসিলেটে চাচার হাতে ভাতিজা নিহত