Home রাজনীতি বরগুনার ঘটনায় সব অপরাধীকে গ্রেফতার করা হবে: তথ্যমন্ত্রী

বরগুনার ঘটনায় সব অপরাধীকে গ্রেফতার করা হবে: তথ্যমন্ত্রী

523
0

অনলাইন ডেস্ক: বরগুনায় স্ত্রীর সামনে স্বামী হত্যার ঘটনার প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘এটি অত্যন্ত বর্বরোচিত, আমি এর তীব্র নিন্দা জানাই। আমি নিজের কাছে প্রশ্ন করেছি, আশেপাশের মানুষগুলো কেন এগিয়ে আসল না ?’

বৃহস্পতিবার দুপুরে ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ‘মিডিয়া, প্রচার ও ডকুমেন্টেশন উপকমিটি’র সভাশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এক্ষেত্রে তার স্ত্রী যেভাবে দুর্বৃত্তদের প্রতিহত করার চেষ্টা করেছে, তা নিশ্চয়ই সমাজে প্রশংসার দাবি রাখে। নিজের জীবনের কথা চিন্তা না করে স্বামীকে বাঁচানোর চেষ্টা করেছিল, তাকে আমি সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। একইসঙ্গে আমার নিজের কাছেই প্রশ্ন, আশেপাশের লোক কেন এগিয়ে আসলো না। সরকার এ ব্যাপারে অত্যন্ত কঠোর, ইতোমধ্যেই একজন গ্রেপ্তার হয়েছে এবং সমস্ত অপরাধীকে গ্রেফতার করা হবে।’

Previous articleবিচারহীনতার কারণে দিন-দুপুরে মানুষ হত্যা: নজরুল ইসলাম খান
Next articleবাংলাদেশ ঋণ নেবে না, দেবে: অর্থমন্ত্রী