জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন নির্বাচনে ৮ চেয়ারম্যান প্রার্থী মাঠে

0
486
blank
blank

এম.ডি মুন্না, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জগন্নাথপুর উপজেলার ৯ নং পাইলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য ৮ জন চেয়ারম্যান প্রার্থী মাঠে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে নির্বাচনে অংশ নিতে প্রবাসী প্রার্থীরা এলাকায় এসে তাদের প্রার্থীতা ঘোষণা করেছেন। এবারের স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে, তাই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীক পেতে দলের শীর্ষ নেতাদের সাথে জোর লবিং চালিয়ে যাচ্ছেন। সেই সাথে নিজেদের বিজয় নিশ্চিত করতে ভোটারদের বাড়িবাড়ি গিয়ে তারা ভোট প্রার্থনা করছেন। দিন-রাত চালিয়ে যাচ্ছেন তাদের নির্বাচনী প্রচার-প্রচারণা ও গণসংযোগ। তাছাড়া প্রার্থীদের সমর্থকরাও বসে নেই। তারাও তাদের পছন্দের প্রার্থীর পক্ষে চালিয়ে যাচ্ছেন দেশ-বিদেশে প্রচার-প্রচারণা। ভোটাররাও মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন, ভোট প্রদানের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার জন্য। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের সাথে সংরক্ষিত ওয়ার্ডের নারী ও সাধারণ ওয়ার্ডের পুরুষ সদস্য প্রার্থীরাও চালিয়ে যাচ্ছেন তাদের প্রচার-প্রচারণা ও গণসংযোগ। সব মিলিয়ে জমে উঠেছে পাইলগাঁও ইউনিয়ন নির্বাচন। দেশে-বিদেশে বইছে নির্বাচনী হাওয়া। তবে কে পাচ্ছেন দলীয় প্রতীক এ নিয়ে প্রার্থী, সমর্থক ও ভোটারদের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে।
এ পর্যন্ত পাইলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ৭ জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তারা হচ্ছেন, বর্তমান ইউপি চেয়ারম্যান মোঃ আপ্তাব উদ্দিন (আ.লীগ), সাবেক ইউপি চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মঞ্জুর আলী (আ.লীগ), সাবেক ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হাজী সুন্দর উদ্দিন (আ.লীগ), সাবেক ছাত্রনেতা ইয়াসিন খান (জামায়াত), মাওলানা দবিরুল ইসলাম (বিএনপি), যুক্তরাজ্য প্রবাসী জালাল উদ্দিন (বিএনপি), যুক্তরাজ্য প্রবাসী শামীম হোসেন (বিএনপি) ও যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মখলিছ মিয়া (স্বতন্ত্র)।