দেশের প্রতিটি মানুষ বসবাসের জন্য বাড়ি পাবে: প্রধানমন্ত্রী

0
596
blank
blank

ঢাকা: দেশের প্রতিটি মানুষ বসবাসের জন্য বাড়ি পাবে। একটি মানুষও বাড়ি ছাড়া থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৭ জুলাই) সকালে রাজধানীর মতিঝিল কলোনিতে গিয়ে সরকারি কর্মচারীদের জন্য নির্মিত ২০ তলা বিশিষ্ট চারটি বহুতল আবাসিক ভবন উদ্বোধনের সময় একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার বলেছিলেন, এদেশে একটা মানুষও গৃহহীন থাকবে না। জাতির পিতা পরিকল্পনা ছিল সকল মানুষের জন্য গৃহনির্মাণ নিশ্চিত করা। তিনি বাস্তবায়ন করতে পারেনি। আমরা তার স্বপ্ন বাস্তবায়ন করছি।

তিনি বলেন, রাজধানীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৯ হাজার ৭০২টি ফ্লাট নির্মাণ করার জন্য প্রকল্প হাতে নেয়া হয়েছে। পর্যায়ক্রমে এসব ফ্লাট নির্মাণ করে আবাসন সমস্যার সমাধান করা হবে। সরকারের কাজ হচ্ছে জনসেবা করা। আমরা আপনাদের সেবা করে যাচ্ছি। আমরা সকলের বেতন ১২৩ ভাগ বৃদ্ধি করেছি। তাদের পদ-পদবিও পরিবর্তন করে দিয়েছি।

শেখ হাসিনা আরও বলেন, আপনারা যারা এসব ফ্লাটে বসবাস করবেন তাদের কাছে আমার কিছু অনুরোধ থাকবে। তা হলো বিদ্যুৎ, পানি ব্যবহার হিসেব করে করবেন।