‘দেশে পরিপূর্ণ লকডাউন’ চান মির্জা ফখরুল

0
562
blank
blank

ঢাকা : দেশে পরিপূর্ণ লকডাউন চেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার করোনাভাইরাসের ভয়াবহতা অনুধাবন করতে পারছে না। আজ রোববার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় ফখরুল নিজ বাসায় সংবাদ সম্মেলনে করে এসব কথা বলেন।

লকডাউন নিয়ে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, পরিপূর্ণ লকডাউন করা উচিত। যে ভয়াবহতা আসছে তা এখনো সরকার অনুধাবন করতে পারছে না। গতকালের চেয়ে আজকে দ্বিগুণ হয়েছে।

তিনি আরও বলেন, ভারত একবারে ২১ দিন লকডাউন করেছে। ইউরোপ, আমেরিকা সব লকডাউনের পথে চলে যাচ্ছে। কারণ সামাজিক দূরত্ব ছাড়া এই মুর্হতে কোনো বিকল্প নেই। সেটাও সরকার করছে না।