নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি: মওদুদ

0
498
blank
blank

ঢাকা: ‘নিরপেক্ষ সরকারের অধীনে যে কোনো আগাম নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ। শুক্রবার এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, রোহিঙ্গাদের স্থায়ী বসবাসের প্রকল্প বাতিল করে তাদের মায়ানমারে পাঠানোর ব্যবস্থা করুন, নইলে এটা আত্মঘাতি হবে।

আওয়ামী লীগ মুখে যা বলে তা বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, তারা মুখে বলে এক কথা আর কাজে আরেক কথা।

মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এই আলোচনা সভার আয়োজন করে।

তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার দাবি জানিয়ে মওদুদ আহমদ বলেন, খালেদা জিয়া যদি সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে পারেন, তাহলে শেখ হাসিনা কেন পারবেন না। খালেদা জিয়া যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, শেখ হাসিনার তা করা উচিত হবে।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের তো বর্তমান সংসদে দুই-তৃতীয়াংশ মেজরিটি। তারা চাইলে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে পারেন।’