রাজধানীর জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রওশনের

0
462
blank
blank

ঢাকা: রাজধানীর জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং বর্জ্য ব্যবস্থাপনায় শৃংখলা আনার আহবান জানিয়েছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ। তিনি আজ দশম জাতীয় সংসদের ১৬তম (বাজেট) অধিবেশনের সমাপনী বক্তব্যে এ আহবান জানান।

তিনি এবারের বাজেট অধিবেশনে প্রাণবন্ত আলোচনার জন্য সরকারি ও বিরোধীদলের সদস্যদের ধন্যবাদ জানান। তিনি বলেন, রাজধানীসহ সারাদেশে চিকুনগুনিয়া এখন ভয়াবহ আকার ধারণ করেছে। চিকুনগুনিয়া প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে। হাসপাতালগুলোতে যাতে যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায় এজন্য হাসপাতালের অনিয়ম দূরীকরণের উদ্যোগ নিতে হবে।

ইদানিং লবণেও বিষ মিশানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, খাদ্যে ও ফলমূল ভেজাল এবং ফরমালিনমুক্ত করতে হবে। যথাযথ আইনের প্রয়োগ ছাড়া ভেজাল নিয়ন্ত্রণ করা যাবে না। আর ভেজাল থেকে মুক্তি না পেলে ভিশন-২০২১ ও ২০৪১ বাস্তবায়ন সম্ভব নয়।