শিলা মেধাবৃত্তি’র ফলাফল প্রকাশ

0
529
blank
blank

জুড়ী, মৌলভীবাজারঃ অদ্য ১৩/০১/২০১৮ইং রোজ শনিবার জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে “শিলা মেধাবৃত্তি পরীক্ষার” প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাহী পরিচালক বিজয় রুদ্র পাল এর সভাপতিত্বে ও পরীক্ষা নিয়ন্ত্রক সিতাংশু শেখর দাস এর উপস্থিতিতে শিলা মেধাবৃত্তি পরীক্ষা-২০১৭ইং এর ফলাফল প্রকাশের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ফলাফল পর্যালোচনা করে পঞ্চম শ্রেণির ৪০৯ জন শিক্ষার্থীর মধ্যে ৬জন ট্যালেন্টপুল, ১৮জন ১ম গ্রেড, ১২জনকে ইউনিয়ন ভিত্তিক সাধারণ গ্রেডে ও ২জন কে চা বাগান/ব্র্যাক স্কুল কোটা সহ মোট ৩৮জনকে বৃত্তি প্রদান করা হয়। এ বছর ৭ম বারের মত ফলাফল প্রকাশ করা হয়। গত ০৮/১২/২০১৭ইং তারিখে জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে প্রায় ১ মাসের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফল বিবরণী নিম্নরূপঃ

পঞ্চম শ্রেণি
ট্যালেন্টপুল ঃ ২৬৬, ২৬৪, ৪১৯, ৩০১, ৩৮৭, ৪১০
১ম গ্রেড ঃ ৩৭৪, ৩২৪, ৩২৫, ৪১৬, ৩০২, ৩২৩, ৪৩০, ৩৭৭, ৪১২, ৩৬২, ২৩৭, ৩৮৯, ৪৩৫, ২৭৯,
৫৩৫, ১৩১, ৩৭৬, ২০৭
ইউনিয়ন ভিত্তিক সাধারণ গ্রেড ঃ ৩৯১, ৪২৮, ২৬৯, ২৪০, ১৩২, ১১৩, ৫০১, ৫১৭, ৭০১, ৭০৬, ৬৪৫, ৬৪৪
চা বাগান/ব্র্যাক স্কুল কোটাঃ ১৩৬, ৩৩৮