সরকারের ‘একলা চলো’ নীতির কারণে জনগণ করোনা ঝুঁকিতে পড়েছে

0
594
blank
blank

ঢাকা : সরকারের ‘একলা চলো’ নীতির কারণেই জনগণ করোনাভাইরাসের প্রচণ্ড ঝুঁকির মধ্যে পড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে যে সম্মিলিত উদ্যোগ নেয়ার কথাছিল- তা নিতে সরকার ব্যর্থ হয়েছে। এক কথায় তারা (সরকার) করোনাভাইরাস মোকাবেলায় পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সরকারের ‘একলা চলো নীতি’, একদলীয় শাসন ব্যবস্থার যে নীতি, সেই নীতির কারণেই আজ জনগণ প্রচণ্ড ঝুঁকিতে পড়েছে, ঝুঁকির মধ্যে রয়েছে।