সরকার শ্রমিকদের মানুষই ভাবে না: জি এম কাদের

0
466
blank

ঢাকা : গণপরিবহন নিয়ে সরকার শ্রমিকদের সঙ্গে অশোভন ও নির্মম আচরণ করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেন, মনে হচ্ছে, সরকার শ্রমিকদের মানুষই ভাবে না।
আজ সোমবার এক বিবৃতিতে জি এম কাদের এসব অভিযোগ করেন।

জাতীয় পার্টির এই নেতা বলেন, অপরিকল্পিত লকডাউনের নামে শ্রমিকদের প্রতি যে উদাসীনতা দেখানো হয়েছে, তা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। অদূরদর্শী সিদ্ধান্তের কারণে এক বছরের মাথায় আবারও শ্রমিকদের হেঁটে, কয়েক গুণ বেশি টাকা খরচ করে রাজধানীতে ফিরতে হয়েছে। যেসব শ্রমিক দেশের সমৃদ্ধির জন্য অর্থনীতির চাকা সচল রাখেন, তাঁদের সঙ্গে অশোভন ও নির্মম আচরণ করা হয়েছে।
জাপার চেয়ারম্যান বলেন, গত ২১ জুলাই ঈদুল আজহার আগে গণপরিবহন চলেছে মাত্র দুদিন। আবার ঈদের এক দিন পর থেকে কঠোর বিধিনিষেধের কারণে গণপরিবহন বন্ধ হয়ে যায়। এই অল্প সময়ে গণপরিবহনে গাদাগাদি করে ঈদযাত্রায় চলাচল করেছে লাখো মানুষ। এ সময় পরিবারের সঙ্গে ঈদ করতে গিয়ে আটকা পড়ে আরও কয়েক লাখ মানুষ।