সুনামগঞ্জের উন্নয়নের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ: এম এ মান্নান

0
469
blank
blank

সুনামগঞ্জ: আগাম বন্যায় জেলার হাওরাঞ্চল ক্ষতিগ্রস্ত হওয়ার পরও কোন খাদ্যাভাব নেই। সুনামগঞ্জের উন্নয়নের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ। আওয়ামীলীগ উন্নয়নে বিশ্বাস করে তাই স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ শুরু হয়েছে। মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে আর কিছু লোক এখনো পাঞ্জাবিদের গোলামী করতে ভালোবাসেন। এলাকার উন্নয়নে এখনো অনেক কাজ রয়ে গেছে কিন্তু সময় কম তাই ভেদাভেদ ভুলে উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত ইফতার, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান এম পি।

হাওর তলিয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হলে ও খাবার অভাব হচ্ছে না। আমরা উন্নয়ন নিয়ে কথা বলব। শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ কারিগরি কলেজ স্থাপনের কাজ অনুমোদন পেয়েছি। আমাদের আয় কম, স¤পদ কম। সুনামগঞ্জে ৫০০ শয্যার মেডিক্যাল কলেজ হাসপাতাল হবে। শহরের বাহিরে অন্যান্য উপজেলা দিরাই শাল্লা, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর থেকে রোগীরা আসতে পারার সুবিধার্থে হাসপাতাল হবে মদনপুরে। আমিতো দক্ষিণ সুনামগঞ্জে আনি নাই কাঠইর দিয়েছি। পলি টেকনিক ইনস্টিটিউট হবে সুনামগঞ্জে। নিজেরা মাইর কইররা কোন কিছু নষ্ট করি ও না। তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম শান্তিগঞ্জ নামকরণের প্রস্তাব করেন। গতকাল শুক্রবার বিকাল ৫ ঘটিকায় দক্ষিণ সুনামগঞ্জ থানা সংলগ্ন মাঠে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী এর সভাপতিত্বে যুবলীগের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মোঃ নুর হোসেন ও কামরুল ইসলাম শিপনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট সামছুন্নাহার বেগম শাহানা রব্বানী এম পি, জেলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন, আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ছিদ্দিক আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলমগীর কবীর, ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট হায়দার চৌধুরী লিটন, জেলা শ্রমিকলীগের সভাপতি সিরাজুল ইসলাম জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম জহুর, জেলা জগন্নাথপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক আতাউর রহমান, আওয়ামীলীগ নেতা জি এম সাজ্জাদুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি এডভোকেট বোরহান উদ্দিন দোলন, সাধারণ স¤পাদক মনিরুজ্জামান সুজন,উপজেলা কৃষকলীগের সভাপতি ফয়জুর রহমান, ছাত্রলীগের সভাপতি রুয়েল আহমদ, সাধারণ স¤পাদক ইমরান হোসেন। অপরদিকে সকাল ১১ ঘটিকায় দক্ষিণ সুনামগঞ্জে জনতা ব্যাংক লিমিটেড বাংলাদেশ কর্তৃক দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত অসহায় কৃষকদের মধ্যে নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান এম পি। তিনি বলেন- সুনামগঞ্জের অসহায় কৃষকদের বিপদকালে জনতা ব্যাংক পাশে দাড়িয়েছে। জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জে জনতা ব্যাংক বাংলাদেশ ২০ লক্ষ টাকা নগদ অর্থ ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বিতরণ করে। প্রত্যেক ক্ষতিগ্রস্ত কৃষককে দুই হাজার টাকা করে ৫০০ জন লোককে বিতরণ করা হয়। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর কবির এর সভাপতিত্বে বিতরণ অনুষ্টানে এ সময় উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেড বাংলাদেশ এর ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী অফিসার, মোঃ আব্দুস সালাম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ হেলাল উদ্দিন, জেনারেল ম্যানেজার সিলেট বিভাগ এর মোঃ রিয়াজুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার, মোঃ আব্দুল ওয়াদুদ, ডেপুটি জেনারেল ম্যানেজার, নজরুল ইসলাম মজুমদার,জেনারেল ম্যানেজার সন্ধীপ রায়,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ইউ পি চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া, শফিকুল ইসলাম, আমিনুর রশীদ আমিন, মিজানুর রহমান জিতু, আক্তার হোসেন, নুরুল হক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতিহাজী তহুর আলী, সাধারণ স¤পাদক আতাউর রহমান, সাংগঠনিক স¤পাদক আব্দুলবাছিত সুজন, আওয়ামীলীগ নেতা জি এম সাজ্জাদুর রহমান, উপজেলা যুবলীগেরসভাপতি এডভোকেট বোরহান উদ্দিন দোলন, সিনিয়র সহ-সভাপতি প্রভাষক নুর হোসেন, সাধারণ স¤পাদক মনিরুজ্জামান সুজন, উপকারভোগী কৃষক, কৃষাণীসহ আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।