আপনার বাংলাদেশে আসা কি শোভনীয়? মোদিকে মির্জা ফখরুলের প্রশ্ন

0
496
blank
blank

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুজিববর্ষকে সামনে রেখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব আসছেন। ভালো কথা। কিন্তু আমাদের সমস্যার সমাধান কতটুকু করছেন তিনি? আপনি কখন আসছেন, যখন মার্কিন প্রেসিডেন্টের ভারত সফরকালে গোটা দিল্লিতে নিকৃষ্টতম সাম্প্রদায়িক দাঙ্গা চলছে। বিভিন্ন মহল থেকে অভিযোগ আসছে, এই দাঙ্গার সঙ্গে আপনার দল (বিজেপি) জড়িত। ঠিক এমন একটা সময়ে আপনার বাংলাদেশে আসাটা কতটুকু শোভনীয় হচ্ছে? সে বিষয়ে চিন্তা করা দরকার।

সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি আয়োজিত ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন- বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও ডাকসুর ভিপি নুরুল হক নুরু প্রমুখ।