ইউনিসেফের শুভেচ্ছাদূত প্রিয়াংকা

0
430
blank

বিনোদন ডেস্ক: সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ইউনিসেফের বৈশ্বিক শুভেচ্ছাদূত হলেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইউনিসেফের সদর দপ্তরে ১২ ডিসেম্বর সংগঠনটির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ ঘোষণা দেন ব্রিটিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম। এবার শিশু অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বব্যাপী কাজ করবেন প্রিয়াংকা। ২০০৫ সাল থেকে ভারতে জাতীয় পর্যায়ে ইউনিসেফের হয়ে কাজ করেছেন প্রিয়াংকা। এবার বিশ্বময় শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন তিনি।
এদিকে প্রিয়াংকা এখন জনপ্রিয় আমেরিকান টিভি সিরিজ ‘কোয়ান্টিকো টু’র কাজ নিয়ে ব্যস্ত। এ ছাড়া ‘বেওয়াচ’ ছবির মাধ্যমে হলিউডে অভিষেক হচ্ছে তার। এটি মুক্তি পাবে ২০১৭ সালের ২৬ মে। অ্যাকশন কমেডি ধাঁচের ছবিটিতে আরও আছেন ডোয়াইন জনসন, জ্যাক এফ্রন, আলেক্সান্ড্রা ড্যাডারিও।