চট্টগ্রামের ৮০ শতাংশ বহুতল ভবন ঝুঁকিতে

0
844
blank
blank

চট্টগ্রাম: বন্দর নগরী চট্টগ্রামেও নানা অনিয়ম এবং অব্যবস্থাপনার কারণে চট্টগ্রাম নগরীর ৮০ শতাংশ বহুতল ভবন চরম ঝুঁকিতে রয়েছে। সিডিএ’র তথ্য অনুযায়ী, ৬০ বর্গমাইলের নগরীতে বহুতল ভবন রয়েছে ২০ হাজারেরও বেশি। এসব ভবন অনুমোদন নিয়ে নির্মাণ করা হলেও যথাযথভাবে বিল্ডিং কোড মানা হয়নি। এমনকি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়নি।

এতে অগ্নিঝুঁকির পরিমাণ দিন দিন বাড়ছে। এ অবস্থায় বেশ কয়েকবার সিডিএ’এর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলেও নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ সংশ্লিষ্টদের।