চলতি মাসের মধ্যেই জাপার জোট ঘোষণা: এরশাদ

0
517
blank
blank

নিউজ ডেস্ক: চলতি মাসের মধ্যে ২৫টি দল নিয়ে নতুন জোট গঠনের কথা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ। পাঁচ দিনের সফরে রংপুর এসে শুক্রবার দুপুরে নগরীর দর্শনা মোড়ের পল্লী নিবাস বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এরশাদ বলেন, ২৫টি দলের মধ্যে পাঁচটি নিবন্ধিত দলও আছে। এ মাসের মধ্যেই জোট ঘোষণা করা হবে।
সুপ্রিমকোর্টের সামনে স্থাপিত মূর্তি গ্রিক দেবির নয় দাবি করে এরশাদ বলেন, হেফাজতে ইসলাম তা অপসারণের যে দাবি তুলেছে তার সঙ্গে দ্বিমত প্রকাশ করছি। এটি গ্রিক দেবির মূর্তি নয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তত্ত্বাবধায়ক সরকারের সময় নেয়া ব্যবসায়ীদের টাকা ফেরত দিতে সরকারের প্রতি উচ্চ আদালতের নির্দেশনা সঠিক বলেও মন্তব্য করেন এরশাদ। এসময় জাতীয় পার্টির রংপুর জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ঢাকা থেকে বিমানযোগে সৈযদপুরে অবতরণ করে সড়ক পথে পল্লী নিবাসে যান এরশাদ। আগামীকাল শনিবার রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে মহানগর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে যোগ দেয়ার কথা রয়েছে।