পেঁয়াজ মজুদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: বাণিজ্যমন্ত্রী

0
592
blank
blank

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, যারা অবৈধভাবে পেঁয়াজ মজুদ করবেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। সোমবার দুপুরে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, কিছু অবৈধ মজুদদারের কারণেই দেশে পেঁয়াজের দাম বেড়েছে। যারা এই সিন্ডিকেটের সাথে জড়িত, তাদের ইতোমধ্যেই চিহ্নিত করা হয়েছে। খুব শিগগিরই তাদেরকে আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, বিকল্প পথে পেঁয়াজ আমদানি করা হলেও কিছু অসাধু ব্যবসায়ী সুবিধা নেয়ার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

বাণিজ্যমন্ত্রী জানান, মাঠে ১০টি টিম কাজ করছে। টিসিবি ঢাকায় ৪৫টি স্থানে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রয় করছে। রংপুরে টিসিবির মাধ্যমে পেঁয়াজ বিক্রির ব্যাপারে ব্যবস্থা নেযা হবে।