সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন: মির্জা ফখরুল

0
418
blank

নিজস্ব প্রতিবেদক: সরকারের ওপর জনগণ আস্থা হারিয়েছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের সাথে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। এজন্যই তারা গায়ের জোরে, মিথ্যা মামলা দিয়ে, খুন-জখম-গুম করে রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছে। ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে।

শনিবার এক সভায় তিনি বলেন, সরকার ক্ষমতার অপব্যবহার করে খালেদা জিয়ার মামলাগুলোর দ্রুত শুনানি করছে। দেশনেত্রীর বিরুদ্ধে মামলা। সাধারণভাবে দেখা যায় যে মামলাগুলোর এক মাস-দুই মাস-তিন মাস পরে তারিখ পড়ে। কিন্তু দেশনেত্রীর মামলার প্রতি সপ্তাহে তারা তারিখ দিচ্ছে। এসব তারিখ দিয়ে তারা আজকে তাকে আটকিয়ে রাখতে চায়, ক্ষমতার অপব্যবহার করে। যেটা বলেছেন দেশনেত্রী নিজেই আশঙ্কা করছেন নির্বাচন থেকে দূরে রাখার জন্যই এই কাজগুলো সরকার করছে।

বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে আফসার আহমদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বিএনপির ভাইস চেয়ারম্যান মরহুম আফসার আহমদ সিদ্দিকীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়।