সিলেট ক্যমব্রিয়ান কলেজের অভাবনীয় সাফল্য

0
1386
blank
blank

সিলেট: সাফল্যের জোয়ারে এ বছর ও ভাটা পড়েনি সিলেট ক্যমব্রিয়ান কলেজের। বোর্ডে মেধা তালিকার প্রচলিত পদ্ধতি না থাকলে ও কলেজের স্বীয় ফলাফল রয়েছে অক্ষুন্ন। এবারের এইচ.এস.সি পরীক্ষায় এ কলেজে পাশ করেছে ৬২ জন শিক্ষার্থী। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৩ জন। ২০১৫ সালের পাশের পরিসংখ্যান অনুযায়ী এবছর কলেজের ফলাফলের উল্যেখযোগ্য দিক হলো এস.এস.সি.-তে সর্বাধিক সংখ্যক শিক্ষার্থী এ গ্রেড ও এ- নিয়ে ভর্তি হয়ে এইচ.এস.সি. তে সর্বাধিক সংখ্যক এ প্লাস অর্জন করেছে।

এ ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকমন্ডলী। তারা বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় এবং কলেজের ব্যতিক্রমি পাঠদানের ফলেই এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে। কলেজের প্রতিষ্ঠাতা এস.এ.ও ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিব্বির আহমদ ওসমানী বলেন, প্রাথমিকভাবে আমরা মনে করছি এইবার ইংরেজী বিষয়ের প্রশ্ন পত্রে হঠাৎ করে পরিবর্তন আনার কারনে ফলাফলের এই অবস্থা। কেননা বেশিরভাগ শিক্ষার্থীরা তাদের ইংরেজী বিষয়ে পরীক্ষা অনেকাংশে খারাপ হয়েছে বলে পরীক্ষার পর থেকেই বলে আসছিল। তবে এ ফলাফলে আমরা আনন্দিত। আগামীতে সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ আরো ভাল ফলাফল উপহার দিবে এই প্রত্যাশা করি।