সুষ্ঠু নির্বাচন না হলে দেশের পরিণতি হবে ভয়াবহ: আ স ম আব্দুর রব

0
504
blank
blank

ঢাকা: পরবর্তী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হলে দেশের পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (রব) সভাপতি ও মহান মুক্তিযুদ্ধের বছরে (১৯৭১ সালে)বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলক আ স ম আব্দুর রব। বিকেলে জাতীয় প্রেসক্লাবে বৃহস্পতিবার (২ মার্চ) এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন। ‘২রা মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উদযাপন কমিটি’র ব্যানারে এ আলোচনা সভা আয়োজিত হয়।
রব বলেছেন, ‘ইংল্যান্ড থেকে আমার কাছে একটি চিঠি এসেছে । চিঠির প্রেরক আমাদের সবাইকে একত্রে দেখতে চান (তিনি মঞ্চে উপবিষ্ট সকলকে দেখিয়ে এ কথা বলেন) । দেশে যে অরাজকতা চলছে, সেটা মেনে নেওয়া যায় না। সংবিধান সংশোধন করে দেশকে নয়টি প্রদেশে বিভিক্ত করতে হবে।’ বর্তমান সরকার গায়ের জোরে দেশ চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সভায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের কাদের সিদ্দিকী, বীরউত্তম, বলেছেন, ‘বর্তমান সরকার ভুলে গেছে যে তারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল। বঙ্গবন্ধুর আদর্শকে তারা বিক্রি করছে। এভাবে চলতে থাকলে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে যাবে।’
আলোচনা সভায় জাসদ (রব) এর সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেছেন, ‘সরকারের মন্ত্রীরা জনগণের টাকায় জনসভা করে দলের জন্য ভোট চাচ্ছেন, যা আইন ও নৈতিকতা বিরোধী।’ তিনি সরকারকে সঠিক পথে আসার আহ্বান জানিয়েছেন।
সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করছে। তারা গণতন্ত্রকে হত্যা করছে।’
বিশিষ্ট গীতিকার শহীদুল্লাহ ফরায়জীর সভাপতিত্বে ও কামাল উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় এ আলোচনা সভায় বক্তব্য রাখেন-বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সাধারণ সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জান, গণস্বাস্থ্য ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, শিক্ষাবিদ অধ্যাপক ড. আনোয়ার হোসেন, সাবেক ডাকসু ভিপি সুলতান মো. মুনসুর, জাসদ (রব) নেতা এম এ গোফরান প্রমুখ