ইসি সুষ্ঠু নির্বাচন করতে পারবে না: খন্দকার মাহবুব হোসেন

0
461
blank

ঢাকা: সংবিধানে নির্বাচন কমিশনের যতই ক্ষমতা থাকুক না কেন নির্বাচনকালীন সময়ে একটি ‘নিরপেক্ষ সরকার’ ব্যতিরেকে তারা সুষ্ঠু নির্বাচন করতে পারবে না বলে মনে করছেন বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন। শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী সংগ্রামী দল।
খন্দকার মাহবুব বলেন, ‘সরকার যতই নির্বাচন কমিশন গঠন করুক, নির্বাচনকালীন সময়ে সরকার যদি নিরপেক্ষ না হয়, তাহলে সেই নির্বাচন সুষ্ঠু হতে পারে না। অতীতের নির্বাচনগুলোতে আমরা তা বুঝেছি।’
তিনি বলেন, ‘নির্বাচনকালীন সরকার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে থাকলে কোনো অবস্থাতেই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার থাকবে, এতে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে।’
আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হলেও কমিশন যে জাতীয় নির্বাচনেও নিরপেক্ষ ভূমিকা পালন করবে- এটি ভাববার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান।
আগামী নির্বাচনে বিএনপি অংশ না নিলে দলটির নিবন্ধন বাতিলের যে কথা উঠেছে সে প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বিএনপিকে আগামী নির্বাচনে আসতে হবে নতুবা নিবন্ধন বাতিল হবে- এই ভয় দেখিয়ে লাভ হবে না।
‘আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনাদের (বর্তমান সরকার) প্রহসনমূলক নির্বাচনের ফাঁদে বিএনপি পা দেবে না। যেকেনো মূল্যে তা প্রতিহত করা হবে।’
সংগঠনের সভানেত্রী ফারহানা জাহান নীপার সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফর, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বক্তব্য রাখেন।