হযরত শাহজালাল(র.)-এর ওরস মঙ্গলবার

0
1584
blank
blank

সিলেট: হযরত শাহজালাল (রহ.) এর ৭০০তম ওরস মোবারক শুরু হচ্ছে মঙ্গলবার (২৩ জুলাই)। মঙ্গলবার সকালে গিলাফ চড়ানোর মধ্য দিয়ে শুরু হবে ওরস। বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে গিলাফ চড়ানো হবে। এরপর সারারাত জিকির আজকার, দোয়া ও মিলাদ মাহফিল হবে। রাত ৩টায় আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে। পরদিন বুধবার ভোরে শিরনি বিতরণের মাধ্যমে শেষ হবে ওরস।

এদিকে ওরস শরীফের অংশ নিতে মাজর প্রাঙ্গণে আসতে শুরু করেছেন ভক্তরা। ওরসে জবাই করার জন্য প্রচুর গরু ও খাসি এসেছে।

দরগার সরেকওম (মোতাওয়াল্লী) ফতেহ উল্লাহ আল আমান বলেন, ওরস উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। প্রতিবছর লাখ লাখ ভক্ত আশেকান ওরস শরীফে যোগ দেন। ইতোমধ্যে ভক্তরা মাজারে আসতে শুরু করেছেন।

উল্লেখ্য, হযরত শাহজালাল(রহ.)১৩০৩ খ্রিস্টাব্দে ৩৬০ সফরসঙ্গী নিয়ে ইসলাম প্রচারের জন্য সিলেট আসেন। ১৩৪৬ খ্রিস্টাব্দের ১৯ জিলকদ তিনি ইন্তেকাল করেন। রাজা গৌড় গোবিন্দকে পরাজিত করার পর সিলেটে যে টিলায় তিনি বসবাস করতেন, ওফাতের পর সেখানেই তাঁকে দাফন করা হয়। তাঁর কবরকে ঘিরেই পরে গড়ে ওঠে মাজার।