Monday, January 15, 2024
বাড়ি প্রচ্ছদ

সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ এর বই উৎসব অনুষ্ঠিত

0
blank

সিলেট: বর্ণাঢ্য আয়োজনে ২০২৪ শিক্ষাবর্ষে সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ এর বই বিতরণী উৎসব (১লা জানুয়ারি) সোমবার সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল শিব্বির আহমদ ওসমানী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

নতুন বছরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন, সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল শিব্বির আহমদ ওসমানী, রেক্টর সাবিহা চৌধুরী, ভাইস প্রিন্সিপাল মির্জা বশির আহমদ, পরীক্ষা নিয়ন্ত্রক তাসনীম মোশাররাত চৌধুরী, সিনিয়র প্রভাষক মোঃ ওয়ালিদ, প্রভাষক মঞ্জুশ্রী ব্যানার্জী, প্রভাষক আকলিমা বেগম, প্রভাষক রানু আক্তার, সহকারী শিক্ষক রিমা আক্তার রিমু, সহকারী শিক্ষক হাফিজুর রহমান, সহকারী শিক্ষক সাইদ খান, সহকারী শিক্ষক মুজাম্মেল আহমদ, লিপি আক্তার সহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

যে দোষ করি নাই, সেই দোষে শাস্তি পেলাম: ড. ইউনূস

0
blank

ঢাকা: শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যে দোষ করি নাই, সেই দোষে আমি শাস্তি পেলাম। এটাকে যদি ন্যায় বিচার বলতে চান, বলেন। এটা আপনার ইচ্ছা। সোমবার পল্টনস্থ শ্রম আদালতের বাইরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সোমবার ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের দায়ের করা মামলায় ৬ মাসের কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা করে ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা এ রায় ঘোষণা করেন। এরপরেই ড. ইউনূসকে ৩০ দিনের মধ্যে আপিল করার শর্তে জামিন দেন আদালত।

মুহাম্মদ ইউনূস বলেন, ২০২৪ সালের প্রথম দিনে আজকে আমরা আদালতে রায় শোনার জন্য এসেছিলাম। কিন্তু এসে মনটা ভরে গেলো। আমার অনেক বন্ধু-বান্ধব পেয়ে গেলাম। যাদের সঙ্গে আমার বহু দিন দেখা হয় নাই। তারা আজকে এসেছেন। এই আনন্দের দিনে, যে কি রায় হয়েছে, এটা দেখার জন্য।

সিলেট ওয়াসা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন ডাঃ এ কে এম হাফিজ

0
blank

সিলেট: নবগঠিত পানি সরবরাহ ও পয়ঃনিস্কাশন কর্তৃপক্ষ ‘সিলেট ওয়াসা’ বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন সিলেট তথা দেশের প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডাঃ এ কে এম হফিজ।
স্হানীয় সরকার মন্ত্রনালয়ের সিদ্ধান্তক্রমে ২০২৩ সালের শেষদিকে উপ সচিব মোঃ মুস্তাফিজুর রহমান সাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এপদে নিয়োগ দেয়া হয়। এরপরে তিনি চলতি বছরের ডিসেম্বর মাসের শেষদিকে এপদে দায়িত্বভার গ্রহন করেন। ডাঃ এ কে এম হাফিজ তার উপর অর্পিত এ দায়িত্বপালনে সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
ডাঃ এ কে এম হাফিজ সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা,কর্মজীবনেনে দেশের একজন প্রখ্যাত চিকিৎসক হিসেবে সুখ্যাতি রয়েছে। তিনি সিলেট ওসমমানী মেডিকেল কলেজের অধ্যাপক ও নাক কান গলা (ইএনটি) বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে বর্তনানে অবসরে রয়েছেন। তিনি দেশের চিকিৎসকদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সিলেট জেলা শাখার ১৯৯৭-৯৯ ও ১৯৯৯- ২০০১ সাল পর্যন্ত দুই মেয়াদে সভাপতির দায়িত্বপালন করেন। এরআগে ১৯৭৭-৭৮ সালে বিএমএ সিলেট অঞ্চলের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন। দেশের ডাক্তারদের অপর সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের উপদেষ্টা ও বঙ্গবন্ধু পরিষদ সিলেট অঞ্চলের সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন। এছাড়াও ডাঃ এ কে এম হাফিজ সিলেট তথা দেশের বিভিন্ন প্রগতিশীল সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ও সমাজহিতৈশী বিভিন্ন কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছেন। সম্প্রতি জাতীয় রাজস্ববোর্ড (এনবিআর) কর্তৃক সিলেট মহানগরীতে দির্ঘ মেয়াদী করদাতা হিসেবে বিশেষ সম্মাননা পদকে ভূষিত হয়েছেন।
এদিকে সিলেট ওয়াশা বোর্ড নতুন করে গঠিত হলেও এখনও সিলেটে এ প্রতিষ্ঠানটির কোন অফিস বরাদ্দ বা জনবল নিয়োগ দেয়া হয়নি,তবে এটি প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা যায়। সংস্হার কার্যক্রম পুরোদমে চালু হলে সিলেট নগরবাসীর সুপীয় পানি সরবরাহ ও পয়ঃনিস্কাসন ব্যাবস্হার দ্রুত উন্নতি হবে বলে আশাবাদী সিলেট নগরবাসী।

নির্বাচন বানচাল করে কাউকে লাভবান হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী

0
blank

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষকে জীবন্ত পুড়িয়ে হত্যা করে এবং আগামী ৭ জানুয়ারি আসন্ন সাধারণ নির্বাচন বানচাল করে কারো লাভবান হতে দেয়া হবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে তার সরকারি বাসভবন গণভবনে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন-২০২৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময়কালে বলেন, ‘বাংলার মাটিতে মানুষ পুড়িয়ে হত্যা ও নির্বাচন বানচাল করে কাউকে লাভবান হতে দেয়া হবে না।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও প্রধানমন্ত্রীর একমাত্র বোন শেখ রেহানাও মঞ্চে উপস্থিত ছিলেন।

ব্যাংক আমানতের সুদহার বাড়ছে

0
blank

ওবায়দুল্লাহ রনি: উচ্চ মূল্যস্ফীতির কারণে এখন মানুষের সঞ্চয় ক্ষমতা কমেছে। এর মধ্যে ডলার বিক্রির বিপরীতে বাজার থেকে টাকা উঠে আসছে কেন্দ্রীয় ব্যাংকে। সংকোচনমূলক মুদ্রানীতির কারণে এখন সরকারকে কেন্দ্রীয় ব্যাংক সরাসরি ঋণ না দিয়ে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে দিচ্ছে। সব মিলিয়ে তারল্যের চাহিদা থাকায় আমানতের সুদহার বাড়ছে। অন্যদিকে, তারল্য সংকটে থাকা ব্যাংকগুলো তুলনামূলক বেশি সুদে আমানত নিচ্ছে। কোনো কোনো ব্যাংক ৯ থেকে ১৩ দশমিক ৪০ শতাংশ পর্যন্ত সুদে আমানত নিচ্ছে। ঋণের সুদহার যেখানে সাড়ে ১১ শতাংশের নিচে।

ব্যাংকাররা জানান, একটি ব্যাংকের আমানত সংগ্রহ ব্যয়ের সঙ্গে স্থাপনা ভাড়া, কর্মীদের বেতন-ভাতা, বিধিবদ্ধ তারল্য সংরক্ষণসহ বিভিন্ন খরচ যোগ হয়। এর সঙ্গে খেলাপি হওয়া অংশের বিপরীতে ব্যাংকের সুদ ব্যয় থাকলেও কোনো আয় দেখানো যায় না। মোট তহবিল সংগ্রহ খরচের সঙ্গে ২ থেকে ৩ শতাংশ যোগ করে ঋণ না দিলে লোকসান হয়। তবে সংকটে পড়া অনেক ব্যাংক এখন টিকে থাকার জন্য উচ্চ সুদে আমানত সংগ্রহ করছে।

বিভিন্ন ব্যাংকের ওয়েবসাইট ঘেঁটে দেখা গেছে, পদ্মা ব্যাংক এখন মেয়াদি আমানত নিচ্ছে ১০ শতাংশ পর্যন্ত সুদে। ন্যাশনাল ব্যাংক বিশেষ সঞ্চয় স্কিমে সাড়ে পাঁচ বছরে দ্বিগুণ তথা ১৩ দশমিক ৪০ শতাংশ সুদ দিচ্ছে। শরিয়াহভিত্তিক সোশ্যাল ইসলামী ব্যাংক তিন বছরমেয়াদি আমানতে রাখলে দিচ্ছে সাড়ে ৯ শতাংশ মুনাফা। সংকটে থাকা কোনো কোনো ব্যাংক আবার ঘোষণার চেয়ে বেশি সুদ দিচ্ছে। তবে সব ব্যাংকই এত বাড়তি সুদে আমানত নিচ্ছে তেমন নয়। রাষ্ট্রীয় মালিকানার সোনালী ব্যাংক তিন বছরমেয়াদি আমানতে সর্বোচ্চ সুদ দিচ্ছে ৭ দশমিক ২৫ শতাংশ। বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংকও মেয়াদি আমানতে সর্বোচ্চ সুদ দিচ্ছে ৭ দশমিক ২৫ শতাংশ। আর শাহ্জালাল ইসলামী ব্যাংকে তিন বছরমেয়াদি আমানত রাখলে সর্বোচ্চ মুনাফা দিচ্ছে ৭ শতাংশ।

ব্যাংকাররা জানান, সচেতন মানুষ আমানত রাখার ক্ষেত্রে সুদহারের চেয়ে যথাসময়ে ফেরত পাওয়ার নিশ্চয়তার বিষয়টি বেশি বিবেচনায় নেয়। এজন্য সংকটে থাকা ব্যাংকগুলো উচ্চ সুদ অফার করলেও অনেক সময় কাঙ্ক্ষিত আমানত পায় না।

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের হাতে প্রতারক চক্রের ৩ সদস্য আটক

0
blank

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে। শনিবার (২৩ ডিসেম্বর) রাত ৮টায় দরগা গেইটের পূর্ব পার্শ্বে হোটেল রাজরানীতে অভিযান পরিচালনা করে জাহাঙ্গীর আলম (৪০), জাহানারা বেগম ইকরা (৩৫), মুন্নী আক্তার (১৮) নামে প্রতারক চক্রের এই তিন সদস্যকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে নগদ ১২,২৪০ টাকা, মোবাইলফোন, আইডি কার্ডের কপি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায় যে, এই প্রতারক চক্র দীর্ঘদিন থেকে সিলেট শহরের বিভিন্ন হোটেলে অবস্থান করে বিভিন্ন পেশাজীবী সাধারণ নিরীহ জনগণকে সরকারি ভাতা ও রেশন কার্ডে সুযোগ সুবিধা করে দেওয়া প্রলোভন দেখিয়ে প্রতারনা করে টাকা পয়সা হাতিয়ে নেয়। এ পর্যন্ত ৩৫৪ জনের কাছ থেকে দুইলক্ষ বিশ হাজার দুইশত টাকা হাতিয়ে নিয়েছে মর্মে অভিযোগ পাওয়া যায়। আসামীদের বিরুদ্ধে এসএমপি কোতয়ালী মডেল থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

লোহিত সাগরে জাহাজে হামলায় ইরানও জড়িত : যুক্তরাষ্ট্র

0
blank

অনলাইন ডেস্ক: লোহিত সাগরে ইয়েমেনের হুথিদের বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইরান ঘনিষ্ঠভাবে জড়িত বলে অভিযোগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই অভিযোগ ঘটনার গুরুত্বকে বাড়িয়ে তুলেছে এবং ওয়াশিংটন সম্ভাব্য শক্তি প্রয়োগসহ, আরও কড়া পদক্ষেপ নেবে বলে মনে করা হচ্ছে।

ইরান-সংশ্লিষ্ট ইয়েমেনি বিদ্রোহীরা জাহাজে হামলা চালিয়ে যাওয়ায় হোয়াইট হাউজ প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য প্রকাশ করেছে। সেখানে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে গাজা ভূখন্ডের ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে এই হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে। খবর ভয়েস অব আমেরিকার

সারাদেশে ১৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন

0
blank

ঢাকা: বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধ কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ও আশপাশের জেলায় ১৬ প্লাটুন ও সারাদেশে ১৪৭ প্লাটুন বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা এ তথ্য জানান।

এদিকে ভোট বর্জন ও সরকার পতনের দাবিতে সারাদেশে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা অবরোধ শুরু হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) সকাল ৬টায় এ কর্মসূচি শুরু হয়। যা শেষ হবে এদিন সন্ধ্যা ৬টায়। দিনব্যাপী সড়ক-রেল-নৌপথে অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো। তবে সংবাদপত্র পরিবহনকারী বা গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ পরিবহনকারী যানবাহন অবরোধের আওতার বাইরে থাকবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সম্প্রতি এক ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এই অবরোধের ঘোষণা দেন। এসময় তিনি বলেন, বর্তমান সরকারে পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা; অবাধ-সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের চলমান আন্দোলন। এ আন্দোলনের পরিপ্রেক্ষিতে নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে আমাদের এই কর্মসূচি।

সামনে ‘পুলসিরাত’, দোয়া চাইলেন বুবলি

0
blank

বিনোদন প্রতিবেদক: চলতি বছরে প্রায়ই খবরের শিরোনাম হয়েছেন অভিনেত্রী শবনম বুবলি। ব্যক্তিগত বিষয় নিয়ে যেমন আলোচনায় এসেছেন, তেমনি সিনেমা দিয়েও আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। এ বছর দুই ঈদে বুবলি অভিনীত ‘লিডার আমিই বাংলাদেশ’ , ‘প্রহেলিকা’, ‘ক্যাসিনো’- এই তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। এ ছাড়া কয়েকটি সিনেমার শুটিংও শেষ করেছেন তিনি।

চলতি বছরের শেষে এসে নতুন আরো একটি সিনেমার খবর জানালেন অভিনেত্রী। শনিবার দুপুরের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সিনেমার খবর জানিয়েছেন বুবলি। তিনি জানান, ছবির নাম ‘পুলসিরাত’। আনন জামানের কাহিনি ও চিত্রনাট্যে ছবিটি নির্মাণ করবেন রাখাল সবুজ। প্রযোজনায় মীর জাহিদ হাসান।

ছবিটির ঘোষণা দিয়ে বুবলি লিখেছেন, ‘আমার নতুন ছবি ‘পুলসিরাত’। সবাই আমার জন্য দোয়া করবেন।’ তবে এই ছবিতে বুবলির সঙ্গে কে থাকছেন, সেটা এখনো জানা যায়নি।

সিনেমাটি প্রসঙ্গে বুবলি বলেন, ‘পুলসিরাত’ একটি ভালো গল্পের সিনেমা হবে। নতুন বছরের শুরুতে শুটিং শুরু হবে। এ সিনেমা সংশ্লিষ্ট পরিচালক থেকে শুরু করে পুরো টিমের কাছে দারুণ লেগেছে। কারণ তারা থিয়েটারের মানুষ। এরা যখন সিনেমা নিয়ে কাজ করেন, তখন সব কিছুর পরিকল্পনা অন্যরকম হয়। যেটা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য অনেক ইতিবাচক। আশা করছি, ‘পুলসিরাত’ ভালো একটি সিনেমা হবে। এ সিনেমার জন্য শিগগির প্রস্তুতি নেব।’

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে শীতকালীন উপহার বিতরণ

0
blank

নিজস্ব প্রতিবেদক: এনআরবি ব্যাংক সিকিউরিটিজ লি: এর চেয়ারম্যান, মানবিক ব্যাক্তিত্ব সাব্বির চৌধুরীর পৃষ্ঠপোষকতায় সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে শীতকালীন উপহার বিতরণ অনুষ্ঠানিক ভাবে ২২ ডিসেম্বর শুক্রবার বাদ এশা ইসলামটুল সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ইসলামটুল, আমনিয়া বাজার, এলাকার হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে এই শীতকালীন উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৯ নং পশ্চিম আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাছিন আহমদ মিন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র এলাকার বিশিষ্ট প্রবীণ মুরব্বি সামাজিক ব্যক্তিত্ব মোঃ তৈয়ব আলী।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন সিলেট চট্টগ্রাম-ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের মহাসচিব উৎফল বড়ুয়া। সম্মানিত অতিথি ছিলেন যথাক্রমে বিশিষ্ট সমাজসেবক আমিন আলী, সমাজসেবক ফয়জুর রহমান, মাষ্টার আবুল হুসেন, যুবলীগ নেতা মিছলু উদ্দিন।

সম্মানিত আলোচক ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের অন্যতম কর্মকর্তা মানবিক সংগঠক তা‌জিদুর রহমান, দিলু বড়ুয়া, শিমুল মুৎসুদ্দী, আব্দুল মালেক, শেলু বড়ুয়া, হাদিউল ইসলাম শাহরিয়ার, সীমান্ত বড়ুয়া জয়, সেতু বড়ুয়া মুক্তা প্রমূখ। বক্তাগণ সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের এই মানবিক কার্যক্রমে সহায়তা করায় মানবতাবাদী ব্যক্তিত্ব সাব্বির চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।