এখনও বেশিরভাগ মানুষ বিটিভি দেখে: তথ্যমন্ত্রী

0
649
blank
blank

ঢাকা: এখনও বেশিরভাগ মানুষ বিটিভি দেখে উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কয়েক সপ্তাহের মধ্যে বিটিভি সমগ্র ভারতবর্ষে টেরিসটোরিয়াল চ্যানেল হিসেবে দেখা যাবে। অর্থাৎ দেশটির সরকারি চ্যানেলগুলো যেভাবে টেরিসটোরিয়াল চ্যানেল হিসেবে দেখা যায় ঠিক একইভাবে বিটিভি দেখা যাবে। এছাড়া কয়েক মাসের মধ্যে মোবাইল অ্যাপসের মাধ্যমে সমগ্র বিশ্বে বিটিভি দেখা যাবে।

আজ বৃহস্পতিবার (১১ জুলাই) ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদ অধিবেশনে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) বিল পাসের আগে সংসদ সদস্যদের জনমত যাচাই-বাছাইয়ের প্রস্তাবের জবাব দিতে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, এখনো বেশিরভাগ মানুষ বিটিভি দেখে। তবে আশ্চর্যের বিষয় গত কয়েক দশক ধরে বিটিভি ভারতে দেখা যাচ্ছিল না। আমরা মে মাসে ভারতের সঙ্গে ওয়ার্কিং অ্যাগ্রিমেন্ট করেছি, চুক্তি করেছি। সেই চুক্তির আলোকে কয়েক সপ্তাহের মধ্যে বিটিভি সমগ্র ভারতবর্ষে টেরিসটোরিয়াল চ্যানেল হিসেবে দেখা যাবে। অর্থাৎ ভারতের সরকারি টেলিভিশনগুলো যেভাবে তাদের সম্প্রচার মাধ্যমগুলোর মাধ্যমে টেরিসটোরিয়াল চ্যানেল হিসেবে দেখা যায়, ঠিক একইভাবে বিটিভি সমগ্র ভারতবর্ষে আগামী কয়েক সপ্তাহ পর থেকে দেখা যাবে। এটি অত্যন্ত সুখবর। বিটিভির মান উন্নয়নে অনেক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ছয়টি বিভাগীয় শহরে নতুন টেলিভিশন কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এছাড়া আগামী কিছুদিন পর মোবাইল অ্যাপসের মাধ্যমে সমগ্র পৃথিবীতে বিটিভি দেখা যাবে বলেও জানান মন্ত্রী।

সরকারের মেয়াদে গত দশ বছরে গণমাধ্যমের চিত্র তুলে ধরে তিনি বলেন, গত ১০ বছরে গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে। পার্শ্ববর্তী দেশগুলোতে সেটি হয়নি। অনেক উন্নত দেশেও সেটি হয়নি। দশ বছর আগে বাংলাদেশে দৈনিক পত্রিকার সংখ্যা ছিল সাড়ে ৭০০, এখন দৈনিক পত্রিকার সংখ্যা ১৩০০। দশ বছর আগে টিভি চ্যানেলের সংখ্যা ছিল ১০টি, আজকে ৩৪টি সম্প্রচারে আছে, ৪৫টির লাইসেন্স দেওয়া হয়েছে। অনলাইন মিডিয়া হাতে গোনা কয়েকটি ছিল। আমরা রেজিঃ আওতায় আনার আহ্বান জানিয়েছিলাম। এ পর্যন্ত আট হাজারের বেশি দরখাস্ত জমা পড়েছে।