জগন্নাথপুরকে জঙ্গিবাদ মুক্ত রাখতে হবে: মতবিনিময় সভায় বক্তারা

0
472
blank

কলি বেগম, জগন্নাথপুর: জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধকল্পে মসজিদের মোতাওয়াল্লি এবং ইমামগণের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে স্থানীয় আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ূন কবিরের সভাপতিত্বে ও উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন জালালীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাজী আরিফুর রহমান, জগন্নাথপুর থানার ওসি মুরসালিন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্র কুমার দেব, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ূম মশাহিদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা কৃষকলীগের সভাপতি আফছর উদ্দিন ভূইয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফিজ মুহিবুর রহমান, উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম মাওলানা বদরুল ইসলাম, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা শায়েক আলম, মাওলানা আনোয়ার হোসেন জাকি, মাওলানা আব্দুল মালিক, মাওলানা সানুর মিয়া, বিভিন্ন মসজিদের মোতাওয়াল্লি আব্দুল কাইয়ূম, আব্দুস সোবহান প্রমূখ। এ সময় উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে সর্বস্তরের ইমাম ও মোতাওয়াল্লিগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, জঙ্গিবাদীদের বিষয়ে সবাইকে আরো সতর্ক থাকতে হবে। এলাকায় অপরিচিত কোন ব্যক্তি দেখলে থানা পুলিশকে জানাতে হবে। নিজেদের সন্তান কি করছে তা অভিভাবকদের খোঁজ-খবর রাখতে হবে এবং বাড়িতে না বলে কোথাও গিয়ে নিখোঁজ হলে তাও পুলিশকে জানাতে হবে। বক্তারা ইমামদের উদ্দেশ্যে বলেন, প্রতি শুক্রবারে জুম্মার নামাজের আগে স্থানীয় জনগণকে আরো সচেতন করতে জঙ্গিবাদ ও অপরাধ মূলক কর্মকা-ের বিরুদ্ধে ওয়াজ করতে হবে। সব মিলিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে জগন্নাথপুরকে জঙ্গিবাদ মুক্ত রাখতে হবে। এ জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।