বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত

0
883
blank
blank

ঢাকা: বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ১২ দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে আইন-শৃঙ্খলা সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানান তিনি। ভারতের প্রখ্যাত ইসলামপ্রচারক জাকির নায়েক পরিচালিত মুম্বাইভিত্তিক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান হলো এই পিস টিভি। গত ১ জুলাই গুলশানে বাংলাদেশের জঙ্গি হামলায় সঙ্গে জড়িতদের মধ্যে অন্তত দু’জন সামাজিক যোগাযোগের মাধ্যমে জাকির নায়েকের মতো ইসলামী বক্তাদের নিয়মিত অনুসরণ করতেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়টি প্রকাশ্যে আসার পর জাকির নায়েকের বিষয়ে তদন্তে উদ্যোগী হয় ভারত সরকার। ভারতের পর পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার।