বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওর আওতায় আনতে বিকল্প খোঁজা হচ্ছে: শিক্ষামন্ত্রী

0
492
blank

ঢাকা: স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি অনুযায়ী সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওর আওতায় আনতে বিকল্প খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শনিবার সংসদে বাজেট আলোচনায় তিনি বলেন, আমাদের সকল এমপিদের একটি দাবি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে। সকল এমপির দাবির প্রতি আমি শ্রদ্ধাশীল। আমি নিজেও একজন সংসদ সদস্য। আমরা বুঝি, এটা একটা বড় সমস্যা। কিন্তু আমাদের সমস্যা হলেও এর সমাধান বের করতে হবে। নানা ধরনের বিকল্প প্রস্তাব আমরা তৈরি করছি এবং কোনো না কোনো পথ আমরা বের করব; এতে সন্দেহ নাই। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের মূল বেতনের পুরোটাই সরকারি কোষাগার থেকে পান। সেই সঙ্গে অন্যান্য সরকারি কর্মচারীর মত মহার্ঘ্যভাতা, বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসবভাতা পান তারা। বর্তমানে দেশে ২৬ হাজার ৭৬টি এমপিওভুক্ত এবং পাঁচ হাজার ২৪২টি এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সর্বশেষ ২০১০ সালে এক হাজার ৬২৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়। বাকি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও এমপিওর আওতায় আনার দাবি দীর্ঘদিনের। এ ক্ষেত্রে টাকার বরাদ্দ না থাকাকেই মূল সমস্যা বলে আসছেন শিক্ষামন্ত্রী। আর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও সম্প্রতি সরাসরি বলেছেন, এ মুহূর্তে এ খাতে আর টাকা দেওয়া হবে না।

গত ৭ জুন সংসদে সম্পূরক বাজেট পাসের সময় ঢালাওভাবে এমপিওভুক্তির তদবির করায় সংসদ সদস্যদের সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন, এসব শিক্ষা প্রতিষ্ঠানের এক তৃতীয়াংশ খামোখা গড়ে উঠেছে। তারপরও শনিবার বিকল্প খোঁজার আশার কথা শুনিয়ে নাহিদ সংসদকে বলেন, অর্থমন্ত্রী মত দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। সুতরাং এই পথে একটি সমাধান বের করতে আমরা প্রচেষ্টা চালিয়ে যচ্ছি। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করছি।