সুনামগঞ্জে প্রতিবেদন প্রকাশের প্রতিবাদে হিজরাদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

0
498
blank

কে.এম শহীদুল ইসলাম, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের স্থানীয় সুনামকন্ঠ পত্রিকায় হিজরাদের সন্ত্রাসী ও চাদাঁবাজ অভিযুক্ত করে একটি প্রতিবেদনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে হিজরা সংগঠন চাদের আলো। আজ শনিবার দুপুরে ট্রাপিক পয়েন্টে এ মানববন্ধন করে। চাদের আলো সংঠগনের সভাপতি সুবনা আক্তার কালার নেতৃত্বে বিক্ষোভ মিছিলসহকারে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ট্রাপিক পয়েন্টে মানববন্ধনে মিলিত হয়। এ সময় হিজরারা বলেন, আমরা মাসে বিভিন্ন দোকান থেকে ১০ টাকা, ৫ টাকা করে চাইয়া নিয়ে জীবন রক্ষা করি। আমরা কোথাও কোন চাঁদাবাজী করি না। অথচ সুনামকন্ঠ পত্রিকার স্টাফ রিপোটার ও ডিবিসি টিভি’র সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক আমিনুল মিথ্যা তথ্য উপস্থাপন করে সমাজে আমাদের হেয় করা হয়েছে। আমরা আমাদের জীবন বাচাঁনোর তাগিদেই মানুষের কাছে চেয়ে চেয়ে জীবন বাছাই। আমরা কোন বিয়ে বাড়ী থেকে ১৫ পনের হাজার টাকা নিয়েছি তার প্রমান না দেয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। প্রয়োজনে সুপ্রিম কোর্টে বিচার প্রার্থী হবো।