সুষ্ঠু নির্বাচনের কথা শুনলেই সরকার বিচলিত হয়: রিজভী

0
53
blank
blank

ঢাকা: সুষ্ঠু নির্বাচনের কথা শুনলেই সরকার বিচলিত হয়ে পড়ে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তারা (সরকার) ভীতির মধ্যে পড়ে যায়। কী পরিণতি হয়, এই আশঙ্কায় সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে চায় না।

মঙ্গলবার ভার্চ্যুয়াল ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। জাতিসংঘে পাঠানো পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের চিঠির সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একদিকে চিঠি দিচ্ছে, আরেক দিকে বলছে দূরত্ব কমে আসছে। ডাবল স্ট্যান্ডার্ড (দ্বিমুখী) সরকার আসন গেড়ে আছে।