জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালন

0
648
blank
blank

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে ২৬ মার্চ মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা প্রশাসন, থানা পুলিশ. পৌরসভা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে স্থানীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান সহ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়। পৃথকভাবে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব ভবনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন যুগ্ম-সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া, সাংবাদিক আলী আছগর ইমন, আলী জহুর, ফজলুর রহমান, আলী হোসেন খান প্রমূখ।
এছাড়া জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে পৃথক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক আবদুল ওয়াহিদের সভাপতিত্বে ও অনলাইন প্রেসক্লাবের সদস্য সচিব হিফজুর রজমান তালুকদার জিয়া এবং সাংবাদিক রিয়াজ রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সাংবাদিক হুমায়ূন কবির, জামাল উদ্দিন বেলাল, ইয়াকুব মিয়া, জাকারিয়া আহমদ, বিপ্লব দেবনাথ, আলী জহুর, যুবলীগ নেতা আবদুল বারিক, জগন্নাথপুর মিনিবাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক রেজন মিয়া, ব্যবসায়ী জাহিরুল হক জহির প্রমূখ।