আমরা বিরোধী দল হতে পারি নাই: রওশন

0
555
blank
blank

জাতীয় পার্টির ‘সম্মান’ বাঁচাতে মন্ত্রিসভা থেকে দলটির নেতাদের বাদ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চাইলেন সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। সংসদে বিরোধী দলের আসন নেয়ার পাশাপাশি মন্ত্রিসভায়ও যোগ দিয়ে চার বছর পার করার পর এখন দলের ‘সম্মানহানির’ উপলব্ধির কথা জানালেন জাতীয় পার্টির জ্যেষ্ঠ কোচেয়ারম্যান রওশন।

গতকাল সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় রওশন বলেন, ‘প্রধানমন্ত্রীকে বলেছিলাম আমাদের মন্ত্রীগুলোকে উইথড্র করে নেন। আপনি সেটা করেন নাই। আমরা বিরোধী দল হতে পারি নাই। এভাবে বিরোধী দল হওয়া যায়?” রওশনের এই বক্তব্যের সময় সরকার প্রধান ও সংসদ নেতা শেখ হাসিনাও সংসদে ছিলেন। পরে তিনি রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করলেও রওশনের বক্তব্যের কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে বক্তব্যের শেষে শেখ হাসিনা হাসতে হাসতে বলেন, বুধবার চলতি অধিবেশনের সমাপনী ভাষণে রাজনৈতিক বিষয়ে কথা বলবেন তিনি।