সরকার ভিন্নমতকে সহ্য করতে পারেনা: রিজভী

0
476
blank
blank

স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয় আইন ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ড. মোর্শেদকে চাকুরিচ্যুতি আইনের লঙ্ঘন। একইসাথে বর্তমান সরকার কাপুরুষ বলে মন্তব্য করে তিনি বলেন, এই সরকার ভিন্নমতকে সহ্য করতে পারেনা। তাদের দলীয় লোকেরা অন্যায় করলেও পার পেয়ে যাচ্ছে। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়াহিদুজ্জামান এ্যাপোলোকে অব্যাহতির প্রতিবাদ ও পুনর্বহালের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমন্বয় কমিটি।

রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন- ‘মুজিববর্ষে তিনি সুন্দর জীবন উপহার দিবেন’। আমি বলবো- প্রধানমন্ত্রী আল্লাহার দোহাই লাগে আর সুন্দর দোহাই দিয়েন না। আপনি শুধু আর্তনাদের জীবন দিয়েছেন। আজকে সিলেট থেকে নোয়াখালী শুধুই নারীর আর্তচিৎকার। আপনাকে আল্লাহর দোহাই পদত্যাগ করুন। আপনি পদত্যাগ করলে জনগণ স্বস্তিতে থাকতে পারবে।